ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে রমজান টার্গেট করে নিম্ন মানের খেজুর মজুদ

প্রকাশিত: ০৪:৩৯, ১৬ মে ২০১৮

সৈয়দপুরে রমজান টার্গেট করে নিম্ন মানের খেজুর মজুদ

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৫ মে ॥ পবিত্র মাহে রমজানকে টার্গেট করে সৈয়দপুরের ফল ব্যবসায়ীরা নি¤œ ও কেমিক্যাল মিশ্রিত খেজুর আমদানির পর অপরিচ্ছন্ন পরিবেশে ও চরম অব্যবস্থাপনায় সংরক্ষণ করছে। পরে এ খেজুরগুলোই পাঠানো হবে উত্তরাঞ্চলের সকল হাটবাজারে। এতে বিশাল জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যহানির আশঙ্কা সৃষ্টি হয়েছে। সূত্র মতে, সৈয়দপুরের একমাত্র পাইকারি ও মোকাম ফল বাজারটি শহরের হাতিখানা এলাকার প্রবেশ পথে রেললাইন ধারে অবস্থিত। এ ফল বাজারের থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলার হাট-বাজারে সরবরাহ হয়। পবিত্র মাহে রমজান মাসকে অধিক মুনাফার মাস হিসেবে টার্গেট করা হয়। কারণ এ মাসে ইফতার সামগ্রীতে উৎকৃষ্ট খাদ্য হিসেবে সাধ্যমতে খেজুর রাখেন। এতে স্থানীয়ভাবে ও ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, জয়পুরহাটসহ গোটা উত্তরের জনপদগুলোতে এ মাস ও সারা বছর মিলে প্রায় ৭ লাখ বস্তা খেজুর সরবরাহ করা হয়। সরেজমিনে দেখা যায়, বাইরে থেকে সরাসরি ট্রাকে আমদানির পর রাখা হচ্ছে মোকামের মাটিতে গাদাগাদি করে। বস্তা বা প্যাকেটের গায়ে কোন মেয়াদোত্তীর্ণ ও উৎপাদন তারিখ নেই। নেই সংরক্ষণ বিষয়ের কোন বার্তা। দলা-দলা, চকচকে গুড়ের মিশ্রণযুক্ত খেজুরগুলো টাইগার, স্টার বা ভিন্ন নামে করা হচ্ছে বাজারজাত।
×