ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানি ও পয়ঃনিষ্কাশন বাজেটে অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করার আহ্বান

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ মে ২০১৮

পানি ও পয়ঃনিষ্কাশন বাজেটে অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন এবং পয়োঃবর্জ্য ব্যবস্থাপনায় অঞ্চলভিত্তিক বাজেট বরাদ্দে বৈষম্য প্রকট হয়ে উঠছে। তাই পানি ও পয়ঃনিষ্কাশন বাজেটে অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে এ খাত সংশ্লিষ্ট দেশের বিশেষজ্ঞগণ। একইসঙ্গে আসন্ন বাজেটে তা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওয়াটার এইড ও ইউনিসেফের এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে পিপিআরসি, ফানসা-বিডি, ডব্লিউএসএসসিসিবি, এফএসএম নেটওয়ার্ক, স্যানিটেশন এ্যান্ড ওয়াটার ফর অল, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর খায়রুল ইসলাম, ডব্লিউএসএসসিসিবির ন্যাশনাল কো-অর্ডিনেটর এস এম আনোয়ার কামাল ও ওয়াশ এ্যালায়েন্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
×