ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পর্যটক আকর্ষণে কর্মশালা

প্রকাশিত: ০৪:৫৭, ১১ মে ২০১৮

পর্যটক আকর্ষণে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ মে ॥ পর্যটন বর্ষ উপলক্ষে বিভাগীয় পর্যায় ট্যুরিজম সম্পর্কিত জনসচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইন এর হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব নিখিল রঞ্জন রায়। এ সময় তিনি বলেন, সরকারের প্রতিটি বিভাগকে পর্যটনের কথা মাথায় রেখে উন্নয়ন করতে হবে। পর্যটন এলাকার প্রতিটি মানুষকে পর্যটনবান্ধব হতে হবে। পর্যটনমুখী ব্যবসায় ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করে সবাইকে সচেতন করা প্রয়োজন। তবেই আন্তর্জাতিক পর্যায়ে পর্যটনের বাজার ধরতে সক্ষম হব। চৌহালীতে ইফতার সামগ্রী বিতরণ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১০ মে ॥ চৌহালীর খাষকাউলিয়া ও খাষপুখুরিয়া ইউনিয়নের দুই হাজার অসহায় মানুষের মাঝে সংসদ সদস্য আব্দুল মজিদ ম-লের ব্যক্তিগত তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা চত্বরে জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম গণি মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ আব্দুল মজিদ ম-ল এমপি, বিশেষ অতিথি ম-ল গ্রুপের ব্যস্থাপনা পরিচালক আব্দুল মমিন ম-ল (সিআইপি)। এ সময় চৌহালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, সাবেক সভাপতি হযরত আলী মাস্টার, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল ও হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, আব্দুর রউফ সিরাজী, মাসুম সিকদার প্রৃমুখ উপস্থিত ছিলেন।
×