ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এনামুল হক

বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ হাসিনা

প্রকাশিত: ০৬:৪২, ৯ মে ২০১৮

বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ হাসিনা

মার্কিন সাময়িকী ‘টাইম’ ২০১৮ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এক শ’ ব্যক্তির একটি তালিকা তৈরি করেছে যার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন। টাইমের ওই তালিকার অন্তর্গত ব্যক্তিদের পরিচয় তিনটি শব্দ দ্বারা প্রকাশ করা যায় এবং সেটা হলো সময়টা এখন যাদের। টাইমের এক শ’ ব্যক্তি তালিকা ক্ষমতার কোন মাপকাঠি নয় যদিও তালিকাভুক্তদের অনেকে সেই ক্ষমতা প্রয়োগও করে থাকেন। এটা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জীবনের পুঞ্জিভূত মাইলফলকের সঙ্কলনও নয়, যদিও অনেকের জীবদ্দশায় অর্জিত সব সাফল্যে বিস্ময়াবিভূত হতে হয়। গত প্রায় দুই দশক ধরে প্রতি বছর টাইম বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের এমনি তালিকা প্রকাশ করে আসছে। অর্থাৎ বছরটিতে যাদের প্রভাব সবচেয়ে তীব্ররূপে অনুভূত হবে। ২০১৮ এর টাইম ১০ ম্যাগাজিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন পর্যন্ত ২৮ জন নেতা আছেন, ১৮ জন শিল্পী আছেন, ২২ জন অগ্রদূত বা পথিকৃৎ, ১৪ জন টাইটান এবং ১৮ জন আইকন রয়েছেন। টাইম ১০০ সর্বদাই সেই মুহূর্ত বা সময়টির প্রতিফলন সব অতীত থেকে ভিন্ন হতে বাধ্য। প্রভাবের একক কোন ঠিকানা নেই, ন্যূনতম বয়সও নেই। এ বছরের এক শ’ ব্যক্তির তালিকার মধ্যে রেকর্ড সংখ্যক ৪৫ জনের বয়স ৪০ বছরের নিচে যাদের মধ্যে কনিষ্ঠতম ১৪ বছরের অভিনেতা মিলি ববি ব্রাউনও আছেন। এ বছরের টাইম ১০০তে মহিলার সংখ্যা এত বেশি যা আগে আর কখনও হয়নি। ক্ষমতার গতানুগতিক কাঠামোর বাইরেও যে বিশ্বকে পরিবর্তিত করার উপায় আছে এটাই তার প্রমাণ। এই বিশ্বে প্রায়শই মহিলাদের চুপ থাকতে ও ছোট হয়ে থাকতে বলা হয়। সেখানে এই মহিলারা উচ্চকণ্ঠে নেতৃত্ব দিচ্ছেন এবং অন্যদের তা করতে অনুপ্রাণিত করছেন। শেখ হাসিনা ॥ উদ্বাস্তুর আশ্রয় ২০১৮-এর টাইম ১০০তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে লিখতে গিয়ে হিউম্যান রাইটস ওয়াচের সাউথ এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলী লিখেছেন : ‘শেখ হাসিনার সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯০-এর দশকে যখন তিনি বাংলাদেশে সামরিক শাসনের অবসান ঘটানোর জন্য জোর আন্দোলন করছিলেন। আমাদের শেষ বৈঠকটি ছিল ২০০৮ সালে যখন তিনি আরেক সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতা তার পিতার উত্তরাধিকারের ধারক শেখ হাসিনা লড়াই চালাতে কখনও ভীত হননি। তাই গত বছরের আগস্ট মাসে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশে যখন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর ঢল শুরু হয়েছিল তখন তিনি সেটাকে মানবিক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন। দারিদ্র্যপীড়িত বাংলাদেশ অতীতে শরণার্থীর ব্যাপকহারে আগমনকে স্বাগত জানায়নি। কিন্তু শেখ হাসিনা জাতি নিধন অভিযানের শিকার মানসিক আঘাতে বিপর্যস্ত নর-নারীদের ফিরিয়ে দিতে পারেনি। এ জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য বলে উল্লেখ করেছেন মিনাক্ষী গাঙ্গুলী। ক্ষমতার কেন্দ্র শি জিনপিং আজ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গণ্য করা হয়। গত অক্টোবরে চীনের কমিউনিস্ট পার্টি কংগ্রেসে ক্ষমতার ওপর তার কর্তৃত্ব সুসংহত হয়। জনগণের সামনে কি ভবিষ্যত রয়েছে তা ব্যাখ্যা করতে পাশ্চাত্যের নেতাদের সেখানে রীতিমতো বেগ পেতে হচ্ছে সেখানে শি জিনপিং চীনের জন্য এমন এক নতুন যুগের সূচনা করেছেন যা দেশটিকে বিশ্বের মধ্যমণিতে পরিণত করছে। তিনি চীনকে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতি এক সম্ভাবনাময় অর্থনৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়েছেন। ট্রাম্পের কাজ স্ট্যাটাস কো ভাঙ্গা প্রাক্তন সিনেটর টেড ক্রুজ প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেছেন যে তিনি একটা ফ্ল্যাশ গ্রেনেড যা আমেরিকার বিস্মৃত নারী ও পুরুষরা ওয়াশিংটনে ছুড়ে দিয়েছে। ফ্ল্যাশ গ্রেনেড বিকট শব্দে ফাটে, তীব্র আলোর ঝলকানি হয় অথচ ক্ষতি তেমন মারাত্মক হয় না। তিনি যে জন্য নির্বাচিত হয়েছেন সেই কাজটাই করছেন। সেটা হলো স্ট্যাটাস কো ভেঙ্গে দেয়া। তিনি সবকিছু এলোমেলো করে দিচ্ছেন। তার কর্মকা-ে কোটি কোটি আমেরিকান বিভ্রান্তিতে ভুগছেন। সাহসী সংস্কারক ম্যাক্রোঁ ফ্রান্সের ইতিহাসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একজন সাহসী সংস্কারকের ভূমিকায় আবির্ভূত। নির্বাচিত হওয়ার পর পরই তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, উচ্চ বেকারত্ব হ্রাস এবং ফ্রান্সকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতির দেশে রূপান্তরের লক্ষ্যে সংস্কারের এক উচ্চাভিলাষী পরিকল্পনায় হাত দিয়েছেন। তাঁর আরও লক্ষ্য এক শক্তিশালী ও সুসংহত ইউরোপ গড়ে তোলা। সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি কিম উন স্বপক্ষত্যাগী উত্তর কোরীয় হাইওনসেড লির ভাষায় একনায়ক কিম জং উন হলেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। তবে ২০১৮ সালটি আশা জাগিয়েছে যে কিম উন হয়ত অতটা খারাপ হবেন না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন এবং ইত্যবসরে ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা বন্ধ রাখবেন বলে জানিয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান ইরান ও কাতারের সঙ্গে সংঘাতে লিপ্ত হলেও সৌদি যুবরাজ মোহাম্মদকে নিয়ে স্বদেশে সতর্ক আশাবাদ রয়েছে। তিনি নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ তুলে নিচ্ছেন, এমন সব অবস্থানে তাদের কাজ করতে দিচ্ছেন যা একদা শুধু পুরুষদের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। তিনি মেয়েদের খেলাধুলা করতে ও প্রকাশ্য অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন। জুন মাস থেকে মেয়েরা গাড়ি চালাতে পারবে। মেয়েদের রাজনৈতিক পদ ধারণ এবং পুরুষ অভিভাবকত্ব তুলে দেয়ার বিষয়ে কথাবার্তা চলছে। দুর্নীতির বিরুদ্ধে তার বিতর্কিত যুদ্ধ ঘোষণাকে সৌদি তরুণ সমাজ স্বাগত জানাচ্ছে। জাপানের পুনরুজ্জীবনে শিনজো আবে প্রধানমন্ত্রী শিনজো আবের আত্মবিশ্বাসী ও গতিশীল নেতৃত্বে জাপানের অর্থনীতি পুনরুজ্জীবিত হয়েছে। দেশটির সামনে নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে। তিনি একজন বাস্তববাদী নেতা যিনি প্রয়োজনমতো নমনীয় ও কঠিন হতে পারেন। টাইম ১০০-এর নেতৃবৃন্দের তালিকায় বাকি আর যারা রয়েছেন তাদের মধ্যে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা আছেন। ২০১৪ সালে এই পদ ধারণের পর ৪ বছরে তিনি প্রতিষ্ঠানটিকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে এর বাজার মূল্য ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আছেন বিখ্যাত ওষুধ কোম্পানি মার্ক এর সিইও কৃষ্ণাঙ্গ কেনিথ সি ফ্রেজিয়ার, আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাকরি, যুক্তরাষ্ট্রের এ্যাটর্নি জেনারেল জেফ সেসনস, মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক দলীয় সদস্য ন্যান্সি পেলোসি, ব্রিটেনের রাজকুমার প্রিন্স হ্যারি ও তার ভাবিবধূ মার্কিন অভিনেত্রী ও মানবাধিকারবাদী মেগান মার্কেন, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী, আমেরিকান এ্যাটর্নি ও প্রাক্তন এফবিআই ডিরেক্টর রবার্ট মুয়েলার, এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সির প্রধান স্কট প্রুইট, যুক্তরাষ্ট্রের সান জুয়ানের মেয়র এবং অধিকার বঞ্চিতদের কণ্ঠস্বর কারমেন ইউলিন ক্রুজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন, হিউস্টনের এথলেট তারকা জেজে ওয়াট, জিম্বাবুইয়ের নতুন প্রেসিডেন্ট ইমারসন মনানগাগওয়া, মার্কিন বেতার ও টিভির তারকা শ্যান হানিটি, লন্ডনের মেয়র সাদিক খান, আয়ারল্যান্ডের নতুন নেতা লিও ভারাদকার, বিশ্বের কনিষ্ঠতম মহিলা প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের জাসিন্ডা আরডার্ন, মার্কিন টিভি সাংবাদিক সাভান্না গুথরি ও হোডা কোটর এবং কানাডার তরুণ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২০১৮ এর টাইম ১০০ এর অগ্রদূত ও পথিকৃৎদের মধ্যে রয়েছেন মার্কিন অভিনেত্রী ও কমেডিয়ান টিফানি হ্যাডিশ যিনি কমেডি জগতে এক নতুন ধারা নিয়ে এসেছেন। আছেন বিশ্বের শ্রেষ্ঠ স্নোবোর্ডার ১৭ বছর বয়স্কা চলে কিম, স্কটল্যান্ডের রক্ষণশীল দলের নেত্রী বুথ ডেভিডসন, মার্কিন নারীবাদী এবং ডেটিং এ্যাপ টিনডারের অন্যতম প্রতিষ্ঠাতা হুইটনি উলফ হার্ড, মার্কিন জ্যোতি পদার্থবিজ্ঞানী মার্সিয়া ব্রানচেসি যিনি দুই নিউট্রন তারার মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট তরঙ্গ গত আগস্টে প্রথমবারের মতো নির্ণয় করে সাড়া জাগিয়েছেন এবং তা বিশ্বের ৭০টি টেলিস্কোপে ধরা পড়েছে। এছাড়া আছেন নাইস নাইলানটেই লেঙ্গেট। যিনি আফ্রিকায় মেয়দের খৎনা বিরোধী আন্দোলনে পথিকৃতের ভূমকা পালন করে অবিস্মরণীয় সাফল্য পেয়েছেন; ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে আজ এক অগ্রণী পুরুষের নাম কার্ল জুন। তাঁর অক্লান্ত গবেষণায় উদ্ভাবিত টি-সেল চিকিৎসা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে বিস্ময়কর ফল পাওয়া গেছে; মহাকাশ অভিযানে যে নারী পথিকৃৎ হয়ে আছেন তার নাম পেগি হুইটসন। এই মার্কিন মহিলা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল নভোচারী। মহাকাশে তিনি সবশুদ্ধ ৬৬৫ দিনের রেকর্ড সৃষ্টিকারী সময় কাটিয়েছেন এবং সেখানে অবস্থানকালে শত শত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেছেন। ভারতের হাইটেক রাইড হেইলিং শিল্পের স্রষ্টা ভবিশ আগরওয়াল। তিনি বিশ্বের সর্ববৃহৎ রাইড শেয়ারিং কোম্পানিগুলোর অন্যতম ‘ওলা’র যুগ্ম প্রতিষ্ঠাতা। এই কোম্পানি নিজেকে ভারতের এক শ’রও বেশি নগরীকে যুক্ত করেছে। লাখ লাখ ড্রাইভার পার্টনার ও যাত্রী ক্ষমতায়ন ঘটিয়েছে এবং ভারতের কনজিউমার টেক ইকোসিস্টেমের পতাকাবাহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চীনের জিয়ান ওয়েই প্যান ছাড়া কোয়ান্টাম প্রযুক্তির আবির্ভাব কল্পনাই করা যায় না। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে গত গ্রীষ্মে তিনি ৩শ’ মাইল উর্ধে চীনের স্যাটেলাইটের সঙ্গে পৃথিবীর কোয়ান্টাম যোগাযোগ ঘটিয়েছেন এবং এই ক্ষেত্রে চীনকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করেছেন। টাইমের এবারের এক শ’ প্রভাবশালী ব্যক্তির ১৮ জন শিল্পীর মধ্যে আছেন নিকোল কিডম্যান, গুইলারমো ডেল টোরো, মিলি ববি ব্রাউন, ক্রিশ্চিয়ান সিরিয়ানো গ্রেটা গারভিক, স্টার্লিং ব্রাউন, কেহিঙ্গে উইলে, গাল গাদোত, শাওন মেনডেস, জিমি কিমেল, দীপিকা পাড়ুকোণ, জুডি শিকাগো, জন ক্রাসিনস্কি, রায়ান কুগলার, জেআর, হিউ জ্যাকমান, রোজিয়ান বার, লেনা ওয়েইদি। টাইটানদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রজার ফেদেরার, আমেরিকার প্রযুক্তি উদ্যোক্তা, বিনিয়োগকারী এ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস, ক্রিকেট জগতের বর্তমান বরপুত্র ভারতের বিরাট কোহলি, মেডিকেল জগতে বিস্ময় সৃষ্টিকারী কিডনি ও লিভার সংস্থাপন চিকিৎসক গুইলিয়ানো টেস্টা নেন্টফ্লিক্সের অরিজিনাল প্রোগ্রামিং ডিভিশনের প্রধান সিনভি হল্যান্ড, আমেরিকার প্রাইভেট স্পেস ইন্ডাস্ট্রি ‘স্পেস এক্স’-এর যুগ্ম প্রতিষ্ঠাতা, টেলসার সিইও, ব্যবসায়ী, বিনিয়োগকারী এলান মাস্ক, আমেরিকার মিডিয়া মালিক, টকশোর আয়োজক, অভিনেত্রী, প্রযোজিকা ও জনহিতৈষী অপরা উইনফ্রে। আইকনদের মধ্যে আছেন জেনিফার লোপেজ, এ্যাডাম রিপন, ম্যাক্সিন ওয়াটার্স, বিহান্না, জানেট মক, ক্রিস্টোফার ওয়াইলি, তারানা বার্ক, সিনতা নুরিয়াহ, কেশা, ভার্জিল এবলোহ ও আরও কয়েকজন। সূত্র : টাইম
×