ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে স্পর্শকাতর এলাকার মাইক্রো চালককে ৭ কেজি সোনাসহ গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৮, ৭ মে ২০১৮

শাহজালালে স্পর্শকাতর এলাকার মাইক্রো চালককে ৭ কেজি  সোনাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ তার ডিউটি ছিল এয়ারপোর্টের সবচেয়ে স্পর্শকাতর এপ্রোন এরিয়ায়। যেখানে উড়োজাহাজ পার্কিং করা থাকে, প্রকৌশলীদেরকে আনা নেয়া হয়, কার্গো ওঠানামা করানো হয়। কয়েক গজ দূরেই বে এরিয়া, ট্র্যাক্সওয়ে ও রানওয়ে। এখানে যারা ডিউটি করেন-তাদেরকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জনবল হিসেবে বিবেচনা করা হয়। সবাইকে এখানে ডিউটি দেয়া হয় না। দেখে শুনে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিয়েই কাজ করতে হয়। এ সুযোগটাকেই কাজে লাগিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাসের চালক বিল্লাল হোসেন। প্রতিদিন শিফটিং ডিউটি করতে হয এখানেই তাকে। হ্যাঙ্গার থেকে প্রকৌশলী ও অন্যদের উড়োজাহাজে আনা নেয়া করাটাই তার ডিউটি। এ সুযোগ অত্যন্ত সুকৌশলে বিল্লাল ৭ কেজি সোনা নিয়ে যখন ৮ নং গেট দিয়ে বের হচ্ছিলেন-তখনই তাকে হাতেনাতে ধরা হয়। রবিবার দুপুরে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের অভিযানে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসটির চালককে আটক করা হয়েছে। কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার গেট থেকে স্বর্ণসহ মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-৫৩-৩০৬৪) আটক করা হয়েছে। আটক গাড়ি চালকের নাম বিলাল হোসেন। বিমানের গাড়িটি জব্দ করে বিমানবন্দরের ভেতরেই রাখা হয়েছে।
×