ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাউফলে সেতুর পাটাতন ভেঙ্গে মরণফাঁদ

প্রকাশিত: ০৭:৪৪, ৬ মে ২০১৮

বাউফলে সেতুর পাটাতন ভেঙ্গে মরণফাঁদ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ৫ মে ॥ বাউফল উপজেলার পার্শ্ববর্তী দশমিনা সদর ইউনিয়নের আরজবাগি বাজার সংলগ্ন আরসিসি ব্রিজের স্লাব ভেঙ্গে মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনেও ব্রিজটি মেরামত না করায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) আরজবাগি বাজারসংলগ্ন ব্রিজটি নির্মাণ করে। নির্মাণকালে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে। ফলে নির্মাণের কিছু দিনের মধ্যেই ব্রিজের স্লাব ভেঙ্গে যায়। বর্তমানে ভাঙ্গা অংশের ওপর কাঠের পাটাতন দিয়ে এলাকাবাসী ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছেন। ছাড়াও এই ব্রিজটি দিয়ে বিভিন্ন ধরনের যানবাহনও চলাচল করে। স্থানীয় ফারুক সিকদার নামের এক ব্যক্তি বলেন, ব্রিজের আশপাশে আরজবাগি এসএ মাধ্যমিক বিদ্যালয়, আরজবাগি দাখিল মাদ্রাসা ও সৈয়দ জাফর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছে। পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৫ মে ॥ হাজীগঞ্জ বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, নিষিদ্ধ টেস্টি সল্ট বিক্রি ও খাবার হোটেলে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখার অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রতন সাহা, বিশ^জিৎ সাহা, বিদ্যাসাগর ও রতন চন্দ্র সাহার মুদি দোকানের প্রত্যককে ২ হাজার জরিমানা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকার কারণে প্রিন্স হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
×