ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চালকের খামখেয়ালি

লেগুনা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ইডেন ছাত্রীর

প্রকাশিত: ০৫:৩২, ১ মে ২০১৮

লেগুনা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ইডেন ছাত্রীর

স্টাফ রিপোর্টার ॥ এবার চালকের খামখেয়ালির কারণে ঢাকায় লেগুনা থেকে ছিটকে পড়ে ইডেন কলেজের এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ছাত্রী নুসরাত জাহান ঝুমা ইডেন কলেজের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থী ছিল। ঝুমা পরিবারের সঙ্গে রাজধানীর কদমতলী থানাধীন ধনিয়ার নূরপুর এলাকার ২৯/৮ নম্বর বাড়িতে থাকতো। ঝুমার বড় ভাই রাসেল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঝুমা কলেজ থেকে লেগুনায় করে বাসায় ফিরছিল। ফেরার সময় ঝুমা হেলপারকে সামনের স্পীডব্রেকারের কাছে নামিয়ে দিতে বলে। লেগুনাটি স্পীডব্রেকারের কাছে গিয়ে গতি কমায়। ঝুমা নামার চেষ্টা করে। এ সময় আচমকা লেগুনাটি জোরে গতি বাড়িয়ে দেয়। তার ঝুঁকি সামলাতে না পেরে পেছনে দাঁড়িয়ে থাকা পাদানি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। মাথায় প্রচ- আঘাত পায়। সঙ্গে সঙ্গে পাশের একটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর একটার দিকে সব চিকিৎসা বিফলে যায়। ঝুমার মৃত্যু হয়। চিকিৎসকরা ঝুমাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়া ভেতরে মারাত্মক রক্তক্ষরণ হয়। আর তাতেই ঝুমার মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানার ওসি আজিজুর রহমান জানান, লেগুনাটি ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। ঝুমার পিতার নাম মৃত আবুল হোসেন। বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে। প্রসঙ্গত, গত ৩ এপ্রিল দুপুর দেড়টার দিকে কাওরানবাজার সার্কফোয়ারার কাছে পাল্লাপাল্লি করে যাওয়ার সময় দু’তলা বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসের মধ্যে ঘষাঘষিতে দু’তলা বাসের যাত্রী তিতুমীর সরকারী কলেজের ছাত্র এতিম রাজীব হোসেনের (২২) ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এমন ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১৬ এপ্রিল সকালে খোদ রাজধানীর পলাশীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাস ট্রাফিক পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে পুলিশ কর্মকর্তার বাম পা বাসের চাকায় পিষ্ট হয়ে পুরোপুরি থেঁতলে যায়। পরবর্তীতে তার হার্ট এ্যাটাক হয়। এই পুলিশ কর্মকর্তা রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত ১৭ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ঘষায় কাঁধ থেকে ডান হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় টগবগে যুবক খালিদ হাসান হৃদয়ের। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হৃদয়ের অবস্থার উন্নতি হচ্ছে। গত ২০ এপ্রিল রাত নয়টার দিকে মহাখালী থেকে পাল্লাপাল্লি করে যাওয়ার চেষ্টাকালে বনানীতে রাস্তা পারাপারের সময় দুতলা বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে রাজিয়া খাতুন ওরফে রোজিনার (১৯) তার ডান পা হাঁটুর নিচ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নয় দিন পর তার মৃত্যু হয়।
×