ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গৌতম বুদ্ধের সাম্য ও মৈত্রের বাণী বিশ্বব্যাপী সমাদৃত ॥ মেয়র

প্রকাশিত: ০৪:০৬, ৩০ এপ্রিল ২০১৮

গৌতম বুদ্ধের সাম্য ও  মৈত্রের বাণী  বিশ্বব্যাপী সমাদৃত ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ আ জ ম নাছির উদ্দিন। শোভাযাত্রায় অংশ নেন চসিকের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাসহ বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা। শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে পৌঁছে সমাপ্ত ঘোষণা করা হয়। সমাবেশে মেয়র আ জ ম নাছির বলেন, বিশ্ব শান্তির অনুসারী বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা সম্প্রীতি ও ভালবাসার স্মারক। বুদ্ধের সাম্য ও মৈত্রের বাণী বিশ্বব্যাপী সমাদৃত। মহামতি গৌতম বুদ্ধের মাঝে হিংসা ও ভেদাভেদ ছিল না। মহামতি গৌতম বুদ্ধের জন্ম বোধি ও নির্বাণ লাভের স্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধদের জন্য অত্যন্ত শ্রদ্ধার ও পূজনীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেশাজীবী পরিষদের সভাপতি ডাঃ প্রীতি বড়ুয়া, সাধারণ সম্পাদক জয় সেন বড়ুয়া, সমীরণ কান্তি বড়ুয়া, সুজন বড়ুয়া, রোমা বড়ুয়া, অনিমা বড়ুয়া প্রমুখ।
×