ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় শ্রমিক মারা গেলে পরিবারের পাশে দাঁড়াবে মন্ত্রণালয়

প্রকাশিত: ০৬:১৭, ২৭ এপ্রিল ২০১৮

  কর্মক্ষেত্রে দুর্ঘটনায় শ্রমিক মারা গেলে  পরিবারের পাশে  দাঁড়াবে মন্ত্রণালয়

বিশেষ প্রতিনিধি ॥ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কোন শ্রমিক মারা গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিহত শ্রমিক পরিবারের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, আমরা এ ক্ষেত্রে পরিবারকে দুই লাখ টাকা অর্থ সহায়তা দিয়ে থাকি। এ পর্যন্ত কর্মক্ষেত্রে নিহতদের জন্য মন্ত্রণালয় ২২ কোটি টাকা অনুদান দিয়েছে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস (২৮ এপ্রিল) উপলক্ষে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের অর্থ থেকে এ টাকা দেয়া হয়েছে। তহবিলে আরও প্রায় পৌনে তিন শ’ কোটি টাকা রয়েছে। এ অর্থ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকের কল্যাণে ব্যয় করা হবে। তিনি বলেন, রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত একটি পরিবারও যদি ক্ষতিপূরণ না পেয়ে থাকে তাহলে তারা যেন মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
×