ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অর্থআত্মসাত মামলা

বরিশালে দুই ব্যাংক কর্মকর্তাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৫:১৫, ২৭ এপ্রিল ২০১৮

 বরিশালে দুই ব্যাংক কর্মকর্তাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অর্থ আত্মসাতের মামলায় বরিশালের ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুুধবার রাতে তাদের বরিশাল নগরীর নবগ্রামরোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা ব্যাংক বরিশাল শাখার এফভিপি ও ম্যানেজার ইনচার্জ কাজী জাফর হাসান, এসপিও ও ক্রেডিট ইনচার্জ মোঃ হাসান আলী এবং মেসার্স মঞ্জুরুল আহসান এ্যান্ড কোম্পানির প্রোপাইটর ও কীর্তনখোলা লঞ্চের সালমা শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মঞ্জুরুল আহসান ফেরদৌস। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন বরিশাল জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এবিএম আব্দুস সবুর জানান, ২০১৩ সালের ৬ আগস্ট ঢাকা ব্যাংকের বরিশাল শাখার তৎকালীন ম্যানেজার মোঃ আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে পাঁচ কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭৮০ টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করেন। যেখানে মোঃ মঞ্জুরুল আহসান ফেরদৌসের বিরুদ্ধে দুই কোটি ২৪ লাখ ৫০ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদক ওই মামলার তদন্তে নেমে টাকা আত্মসাতের ঘটনায় ঢাকা ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ ১২ জনের সম্পৃক্ততা থাকার বিষয়টি খুঁজে পায়। ওই মামলায় বরিশাল থেকে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রাতেই কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
×