ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নওগাঁয় গণহত্যায় শহীদদের স্মরণে পদযাত্রা

প্রকাশিত: ০৬:৫৬, ২২ এপ্রিল ২০১৮

নওগাঁয় গণহত্যায় শহীদদের স্মরণে পদযাত্রা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ এপ্রিল ॥ শনিবার নওগাঁয় গণহত্যায় শহীদদের স্মরণে পদযাত্রা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় মুক্তিরমোড় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। প্রধান সড়ক ধরে বাজার, গোস্তহাটির মোড় হয়ে খাস-নওগাঁ বধ্যভূমিতে এসে শেষ হয়। সেখানে অবস্থিত বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শদ্ধা জানানো হয়। পরে খাস-নওগাঁ ঈদগাহ মাঠে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। এ সময় তিনদফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন, সাবেক সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, শহীদ পরিবারের সন্তান গোলাম রহমান, আব্দুল হাই সিদ্দিকী এবং মোস্তাফিজুর রহমান। তারা প্রশাসনের নিকট তিনদফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। দাবিগুলো হচ্ছে ১৯৭১ সালে নওগাঁ জেলা গণহত্যায় শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, শহীদদের তালিকা তৈরি এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসসমূহ পালন করার উদ্যোগ গ্রহণ। চট্টগ্রামে ১৮ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কর্ণফুলী থানার চরফরিদ এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। সিএমপি সূত্রে জানানো হয়, গ্রেফতার দুজনের নাম মোঃ জাফর আলম (৩৮) এবং মোহাম্মদ হোসেন ওরফে কাজল (২৪)। একই অভিযানে আটক করা হয় ইয়াবা বহনের কাজে সংশ্লিষ্ট একটি পিকআপ ভ্যান। গোপন তথ্যের ভিত্তিতে চরফরিদ এলাকায় ফসিল রিফুয়েলিং স্টেশনের সামনে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেটগুলো। গ্রেফতার দু’জনই পেশাদার মাদক বিক্রেতা। তারা যোগসাজশে সহযোগীদের নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রাম শহরের দিকে নিয়ে আসছিল। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
×