ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মার্চে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:১০, ১৪ এপ্রিল ২০১৮

মার্চে অবৈধ গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন

মার্চ মাসে ৭টি শিল্প, ২১টি বাণিজ্যিক, ১টি ক্যাপটিভ, ৬৯.২০ কিমি অবৈধ গ্যাস পাইপলাইন, ২৬,৫৩৩টি অবৈধ আবাসিক চুলা এবং গ্যাস বিল বকেয়ার কারণে ১,২৫৮টি বৈধ চুলা, ১২টি শিল্প, ৯টি বাণিজ্যিক, ১টি সিএনজি ও ১টি ক্যাপটিভ-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার/গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধভাবে রাইজার উত্তোলন করে গ্যাস সংযোগ গ্রহণ করায় ঢাকার কদমতলী এলাকায় ৫ মার্চ একটি বেকারি ও একটি মশার কয়েল কারখানার গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বেকারি কারখানার নিকট হতে ১ লাখ টাকা এবং মশার কয়েল কারখানার নিকট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া, অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় গাজীপুর এলাকায় ১৪ মার্চ সামী টেক্সটাইল লিঃ ও ১টি নামবিহীন হেটেল, কামরাঙ্গীরচর এলাকায় ২৭ ও ২৯ মার্চ রবিন ফুড প্রোডাক্টস ও প্রিয় কনফেকশনারি-এর গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। সামী টেক্সটাইল লিঃ ও প্রিয় কনফেকশনারি প্রতিষ্ঠান দ্বয়কে ১ লাখ টাকা করে, রবিন ফুড প্রোডাক্টাস-কে ৫০ হাজার টাকা ও ১টি নামবিহীন হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ২১ মার্চ গাজীপুরের টঙ্গী এলাকায় ইএইচ ফেব্রিক্স লিঃ, কোনাবাড়ী এলাকায় হর্ণবিল এ্যাপারেলস লিঃ (ক্যাপটিভ পাওয়ার), ২৮ মার্চ সোনারগাঁও এলাকায় অনন্ত ডেনিম টেক লিঃ-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ স্থাপনায় ও অবৈধ বুস্টারে গ্যাস ব্যবহার করায় ৮ মার্চ গাজীপুর এলাকায় ইকো ওয়াশিং লিঃ ও নিশা এ্যাপারেলস লিঃ, হাউস লাইনে বুস্টার ব্যবহার করায় ২১ মার্চ টঙ্গী এলাকায় সিমটেক্স লিঃ, কম্প্রেসার ব্যবহার করায় ২৮ মার্চ জিঞ্জিরা এলাকায় ইসমাইল প্রিন্ট কৌটার ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া, অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় বন্দর এলাকায় ৮ মার্চ মায়ের দোয়া ভান্ডারী হোটেল, ১৪ মার্চ নিউ কোবরা কয়েল ফ্যাক্টরি, মোকতার হোটেল, খাজা হোটেল, ১৫ মার্চ ভান্ডারী হোটেল, সোনারগাঁও এলাকায় ১৪ মার্চ সবুজ পাতা রেস্টুরেন্ট ও মোহাম্মদীয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, ১৮ মার্চ হোসেন রেস্তরাঁ, একবেলা রেস্তরাঁ, মায়ের দোয়া মিষ্টান্ন ভা-ার, তাহের হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, বিসমিল্লাহ বেকারি, বটপাতা হোটেল ও আমীর হোসেন হোটেল, ২৯ মার্চ জেট এ্যান্ড কে কোম্পানি ও এস এস কেমিক্যাল-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বকেয়া বিলের কারণে ১৩ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছায় জে কে ফুড প্রোডাক্ট, মানিকগঞ্জ এলাকায় ১৫ মার্চ সুলতান বেকারি, ২০ মার্চ মেসার্স আল- মোবারক হোটেল, ২৯ মার্চ দিলদার ফুড প্রোডাক্টস, সাভার এলাকায় ৭ মার্চ বিশ্বাস সিনথেটিক্স (হাউস লাইন বুস্টার স্থাপন), ১৪ মার্চ ফাহামি ইন্ডাস্ট্রিজ ও ১৮ মার্চ মিরাকল এক্সেসরিজ, আল মদিনা ট্যানারি, সমতা কমপ্লেক্স, আরব চিড়া মিল, হট ড্রেস লিমিটেড, গাজীপুর এলাকায় এ এম সি সুয়েটারস লিঃ, ১৯ মার্চ কোনাবাড়ীর বিসিক এলাকায় আক্তার ক্যাপস, ১৪ মার্চ কালিয়াকৈরে রাজীব মিস্টান্ন ভা-ার, ফতুল্লা এলাকায় ৬ মার্চ মোল্লা পেপার প্রোডাক্টস, ১২ মার্চ ভাই ভাই রি-রোলিং মিল্স, ২০ মার্চ জাকির মেটাল ইন্ডাস্ট্রিজ ও ২৮ মার্চ বুশরা রেস্টুরেন্ট এ্যান্ড মিনি চাইনিজ, ২১ মার্চ তেজগাঁও এলাকায় এ্যাপারেল এইড লিঃ ও শোভন ওয়াশিং প্লান্ট লিঃ, ২৯ মার্চ জিঞ্জিরায় আসলাম লন্ড্রি-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া, মানিকগঞ্জ এলাকায় ২৭ মার্চ জে এ্যান্ড জে সিএনজি ও ক্যাপটিভ পাওয়ার-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। -বিজ্ঞপ্তি
×