ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিশু আনন্দমেলা

প্রকাশিত: ০৭:১৮, ১৩ এপ্রিল ২০১৮

শিশু আনন্দমেলা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ এপ্রিল ॥ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা ও শিশু নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বৃহস্পতিবার সকালে পুরনো কালেকক্টরেট চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা গোলাম সামদানী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫টি স্টল অংশগ্রহণ করে। দুলাভাইয়ের হাত ধরে শ্যালিকা উধাও নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১২ এপ্রিল ॥ পরকীয়ার টানে এবার কালকিনিতে আসলাম হোসেন নামের এক দুলাভাইয়ের হাত ধরে শ্যালিকা পালিয়েছেন। এ ঘটনায় বুধবার রাতে আসলাম হোসেনের শ্বশুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার বালীগ্রাম এলাকার সুরমন্দি গ্রামের লালমিয়া জমাদ্দারের বড় মেয়ের সঙ্গে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামের সাইদ মিয়ার ছেলে আসলাম হোসেনের প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। এই আত্মীয়তার সূত্র ধরে আসলাম তার শ্বশুরবাড়ি ঘনঘন আসা যাওয়া করে। একপর্যায়ে আসলাম তার মেজ শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
×