ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৭ গুণীকে সম্মাননা

প্রকাশিত: ০৭:২১, ১১ এপ্রিল ২০১৮

৭ গুণীকে সম্মাননা

নিজস্ব সংবাদদাদা, ঠাকুরগাঁও, ১০ এপ্রিল ॥ মহান মুক্তিযুদ্ধ ও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সাত গুণী ব্যক্তি এবং ২৭ উদ্যোগক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক আব্দুল মান্নান বীর প্রতীক’কে, স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবির, নারী উন্নয়নে বেগম নুরন নাহার, সমাজ সেবার জন্য কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, সংস্কৃতিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাট্যকর্মী গৌতম দাস বাবলু, শিক্ষায় রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। গলায় কলা আটকে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া আলিগ্যাপড়ায় গলায় কলা আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নিহা মণি (৩) রাজাখালী মিয়ার পাড়ার ফজল করিমের কন্যা। টইটংয়ে আবুল আহমদের বাড়িতে কুলকানি উপলক্ষে ফাতেহার কলা খাচ্ছিল শিশুটি। এক পর্যায়ে একটি কলার টুকরা তার গলায় আটকে যায়। চিকিৎসার জন্য শিশুটিকে বাঁশখালী সরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শিশুটি মারা যায়।
×