ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুষ্টিকর খাদ্যের দাবি

প্রকাশিত: ০৭:০৬, ১১ এপ্রিল ২০১৮

পুষ্টিকর খাদ্যের দাবি

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১০ এপ্রিল ॥ খাদ্য অধিকার আইন চাই সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই এই প্রতিপাদ্য নিয়ে খাদ্য অধিকার ক্যাম্পেন জমায়েত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় খাদ্য অধিকার বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে খাদ্য অধিকার বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক নন্দলাল পার্শির সভাপতিত্বে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। উপভাষা অনুসন্ধানে সেমিনার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলের উপভাষা অনুসন্ধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সার্কিট হাউস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক কাবেদুল ইসলাম। সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম। ‘রাজশাহী অঞ্চলের উপভাষা: রূপবৈচিত্র্য অনুসন্ধান, সংরক্ষণ ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি শাহীন আক্তার রেণী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং ভাষাবিদরা অংশ নেন।
×