ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এফএলটিআর’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ

প্রকাশিত: ০৭:০৩, ১১ এপ্রিল ২০১৮

এফএলটিআর’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ

উচ্চশিক্ষায় যুগোপযোগী ধারা অব্যাহত রাখতে নয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং এ্যান্ড রিসার্চ (এফএলটিআর) আয়োজিত তিন দিনব্যপী (‘টিচিং ফর এ্যাক্টিভ লার্নিং’ সার্টিফিকেট কোর্স সম্পন্ন হয়েছে। চতুর্থবারের মতো আয়োজিত এই কোর্সে এবার পাবলিক ও প্রাইভেট পর্যায়ের মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। শনিবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে কোর্সটির সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও ইউএপি উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় আইইউবি উপাচার্য ও ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ড. এম ওমর রহমান, কোর্স ডিরেক্টর ও গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, ইউল্যাবের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইমরান রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি।
×