ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ছাত্রীর আপত্তিকর ছবি তুলে শিক্ষকের ব্ল্যাকমেল ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩৯, ৯ এপ্রিল ২০১৮

ছাত্রীর আপত্তিকর ছবি তুলে শিক্ষকের ব্ল্যাকমেল ॥  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গোকুল ইউনিয়নে এক স্কুল শিক্ষক তার ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল ও শ্লীলতাহানি করার ঘটনায় শিক্ষার্থীরা রবিবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শিক্ষকের সহযোগী লিটন নামে এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। অপরদিকে কর্তৃপক্ষ ফারুক হোসেন নামে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। তবে সে পলাতক রয়েছে। জানা গেছে, নুনগোলা ইউনিয়নের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগপ্রাপ্ত ফারুক হোসেন স্কুলে নিয়মিত ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণীর পাঠদান করাতেন। প্রাইভেট পড়ানোর সময় দু’বছর আগে ফারুক হোসেন জোর করে ওই স্কুলের এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ছবি তোলে। অভিযোগ করা হয়েছে, শিক্ষক ফারুক হোসেন বর্তমানে দশম শ্রেণীর ওই ছাত্রীর শ্লীলতাহানিসহ ব্ল্যাকমেল এবং ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ছাত্রীটির নিকট থেকে বিভিন্ন সময় টাকা নেয়। লজ্জায় ছাত্রীটি তার পরিবারের লোকজনকেও বিষয়টি জানাতে পারেনি। সম্প্র্রতি ফারুক হোসেন স্কুলের দশম শ্রেণীর দুই ছাত্রকে ওই ভিডিও ক্লিপ দিয়ে ছাত্রীটিকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ে প্রলুব্ধ করে। এতে ওই দুই ছাত্র ভিডিও ক্লিপ নিয়ে ব্ল্যাকমেল করার জন্য ছাত্রীটির পরিবারের এক সদস্যর নিকট টাকা দাবি করে। শুক্রবার বিষয়টি জানাজানি হয়। এক পর্যায়ে অনেকের মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ক্লিপটি পাওয়া যায়। এতে এলাকাবাসীসহ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর জের ধরে ব্ল্যাকমেল কারী শিক্ষককে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে স্কুলের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ শিক্ষার্থীদের শান্ত ও অভিযুক্ত শিক্ষকের সহযোগী লিটন নামে দশম শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করে। নির্যাতিত ছাত্রীর পিতা জানিয়েছেন, ফারুক হোসেন তার মেয়েকে ব্ল্যাকমেল করে আসছিল। ছবি তোলার ঘটনা বেশ আগের হলেও তারা বিষয়টি জানতেন না। চাঁদমুহা স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, শনিবার তারা বিষয়টি জানতে পারেন এবং ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে ব্লাকমেইল ও শ্লীলতাহানির বিষয়ে শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে রবিবার সকালে অভিযোগ দেয়া হয়। তিনি আরও জানান, ফারুক পাঠদান করলেও লাইব্রেরিয়ান হিসেবে স্কুলে নিয়োগ পেয়েছিলেন। অভিযোগ পাওয়ার পর ম্যানেজিং কমিটি অভিযুক্ত ফারুক হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বলে তিনি জানান।
×