ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীর উন্নয়নে লিটনকে ভোট দেয়ার আহ্বান

প্রকাশিত: ০৪:২৩, ৮ এপ্রিল ২০১৮

রাজশাহীর উন্নয়নে লিটনকে ভোট দেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অতীতের অবহেলিত রাজশাহী নগরীকে উন্নয়ন ধারায় ফিরিয়ে এনেছিলেন রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সে ধারায় ফিরাতে আগামী নির্বাচনে লিটনকে পুনরায় নির্বাচিত করতেই হবে। রাজশাহীর উন্নয়নে লিটনের কোন বিকল্প নাই। তাই খায়রুজ্জামান লিটনকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী নাগরিক কমিটি। শুক্রবার রাতে নগরীর মুন লাইট গার্ডেনে নাগরিক কমিটি আয়োজিত ‘রাজশাহীর উন্নয়ন, নির্বাচন ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান বক্তারা। বক্তারা বলেন, ২০০৮ সালে খায়রুজ্জামান লিটন রাজশাহীর মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর নগরীর বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও নগরীর অবকাঠামোর যে উন্নয়ন হয়েছিল পরবর্তী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তার পরাজয়ের পর রাজশাহীর উন্নয়ন অনেক পিছিয়ে গেছে। যা উন্নয়ন হয়েছে সীমাবদ্ধতা সত্ত্বেও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার প্রচেষ্টায় হয়েছে। তাই লিটনকে মেয়র হিসেবে দেখতে চাই। রাজশাহীর উন্নয়নের স্বার্থে যে যেখানে থাকি না কেন খায়রুজ্জামান লিটনের বিজয়ের জন্য কাজ করব বলেও অঙ্গীকার করেন বক্তারা। রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতির বক্তব্যে আবুল হোসেন বলেন, আমরা চাই ২০০৮ সালের রাসিক নির্বাচনের মতো আগামী নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক হয়ে লিটনকে জয়যুক্ত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ড. আবদুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান, রাবির সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. নুরাল্লাহ, সমাজকর্মী শাহীন আক্তার রেনী, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, অধ্যক্ষ আমিনুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান প্রমুখ। সভা পরিচালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান।
×