ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁস চক্রের আরও এক সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৩, ৬ এপ্রিল ২০১৮

প্রশ্নফাঁস চক্রের  আরও এক সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ, ৫ এপ্রিল ॥ কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী উপজেলায় পৃথক অভিযানে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতারের পর এবার জেলার পাকুন্দিয়া থেকে মোঃ রানা হোসেন নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল পাকুন্দিয়ার মধ্যপাড়া থেকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের সদস্য রানা হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪টি সিমকার্ডসহ ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতার রানা হোসেন ওই এলাকার মোঃ শাহাব উদ্দিনের ছেলে। . মুন্সীগঞ্জে যুবককে জবাই করে হত্যা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে জনি শেখ (২৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদির বিল (চক) হতে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত যুবক উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের মঞ্জু শেখের পুত্র। সে পেশায় অটো রিক্সাচালক । জানা যায়, বুধবার বিকেলে জনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে তার জবাই করা লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে সিরাজদিখান থানা পুলিশ সকালে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। সিরাজদিখান থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জনি একজন মাদক সেবনকারী ও বিক্রেতা। . গৃহপরিচারিকার আত্মহত্যা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জান্নাতুল ফেরদৌস (১৪) নামে এক কিশোরী গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কোলা গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে ইয়াসমিনের বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া কিশোরীর লাশ পুলিশ উদ্ধার করে। সে গৃহপরিচারিকা হিসেবে কোলা ইউনিয়নের কোলা গ্রামের ইয়াসমিনের বাড়িতে কাজ করত। জান্নাতুল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মফিজুল ইসলামের মেয়ে। . নরসিংদীতে যুবক স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, গাছ কাটাকে কেন্দ্র করে প্রকাশ্যে রাসেল মিয়া (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দগরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া দগরিয়া গ্রামের মৃত বেনু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দগরিয়া গ্রামের রাসেল মিয়া ও তার ফুফাত ভাই একই এলাকার জাবেদ মিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে ইতিপূর্বে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরবর্তীতে পারিবারিকভাবেই তারা বিষয়টি আপোস নিষ্পত্তি করে। কিন্তু গত কয়েক দিন আগে নিহত রাসেল মিয়ার চাচা আওয়াল একটি আম গাছ অন্যত্র বিক্রি করে। বৃহস্পতিবার সকালে ক্রেতা গাছটি নিতে আসে। আর এই গাছ কেটে নিয়ে যাওয়ার সময় জাবেদ মিয়ার একটি চারা গাছ গোড়া থেকে ভেঙ্গে যায়। এ নিয়ে জাবেদ তার মামা আওয়াল মিয়াকে মারতে যায়। . লক্ষ্মীপুরে ছাত্র নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের কমলনগরে আরও এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।নিখোঁজের পাঁচদিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার পাটারীরহাট ইউনিয়নের আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে শরীফ হোসেন (১২) নামের ওই স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। শনিবার রাতে পার্শ্ববর্তী একটি মাছের খামার থেকে সে নিখোঁজ হয়েছিল। নিহত শরীফ উপজেলার চরফলকন এলাকার ফারুক পালোয়ানের ছেলে। সে স্থানীয় মাওলানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র । এর আগে সোমবার সকালে উপজেলার হাজিরহাট এলাকা থেকে আরও এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়।
×