ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে দুই সড়কে ১৮ কিমি যানজট ॥ চরম ভোগান্তি

প্রকাশিত: ০৪:৩৮, ৬ এপ্রিল ২০১৮

রূপগঞ্জে দুই সড়কে  ১৮ কিমি যানজট ॥  চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয়দিকে প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীসাধারণ থেকে শুরু করে পথচারীরাও। যানজট থেকে মুক্তি পেতে লোকাল সড়কগুলো ব্যবহার করতে গিয়ে সেখানেও তীব্র যানজট লেগে যায়। এছাড়া কাঞ্চন সেতুতে টোল আদায়ে ধীরগতি ও টোল আদায়কারীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগ্বিত-া নিয়ে যানজট সৃষ্টির আরেকটা কারণ। বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকা থেকে বিশ্বরোড পর্যন্ত ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের বস্তল এলাকা থেকে পলখান পর্যন্ত এ যানজন সৃষ্টি হয়। যানজটের কারণ হিসেবে পুলিশ প্রশাসনের দায়িত্ব অবহেলাকেই দায়ী করছেন পরিবহন শ্রমিকরা। এদিকে পুলিশ বলছে, নিয়ম ভঙ্গ করে যানবাহন চলাচলের কারণেই এ যানজটের সৃষ্টি হচ্ছে। জানা গেছে, উপজেলার ভূলতা, গোলাকান্দাইল, আধুরিয়া, সাওঘাট, বরপা, রুপসী, বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও কাঞ্চন, কালাদি, পলখান, বস্তল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানজট যেন এখন নিত্যদিনের সঙ্গী। এ সকাল-সন্ধ্যা যানজট থাকার কারণে যাত্রীদের যেন ভোগান্তির শেষ নেই। অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যেখানে যেতে সময় লাগার কথা ২০ মিনিট, সেখানে যেতে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা।
×