ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘সেনানিবাস বিল’ নয় ‘ক্যান্টনমেন্ট বিল’ রাখতে চায় সংসদীয় কমিটি

প্রকাশিত: ০৬:৩৬, ৪ এপ্রিল ২০১৮

‘সেনানিবাস বিল’ নয় ‘ক্যান্টনমেন্ট বিল’ রাখতে চায় সংসদীয় কমিটি

সংসদ রিপোর্টার ॥ শত বছরের পুরনো সেনানিবাস সংক্রান্ত আইন নতুন করে প্রণয়ন করতে সংসদে তোলা ‘সেনানিবাস বিল’ আগের মতো ‘ক্যান্টনমেন্ট বিল’ নামেই রাখতে চায় সংসদীয় কমিটি। ‘সেনানিবাস’ বলতে তিন বাহিনীর পরিবর্তে কেবল সেনাবাহিনীকে বোঝায়। কিন্তু ‘ক্যান্টনমেন্ট’ শব্দটি থাকলে তিন বাহিনীকেই বোঝাবে। তাই কমিটি বিদ্যমান আইনের নামটি বহাল রাখার কথা বলেছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানান হয়। এর আগে বিলটি সংসদীয় কমিটিতে যাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি উপকমিটিও গঠন করা হয়েছিল। মঙ্গলবার উপকমিটির প্রতিবেদন নিয়ে বৈঠক করে স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, লে কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, মোঃ মাহবুবুর রহমান, ডাঃ দীপু মনি, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশ নেন। গত বছরের নবেম্বর মাসে সেনানিবাস বিল সংসদে উত্থাপন করেন সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক। পরে তা পরীক্ষা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান হয়। বৈঠক শেষে এ বিষয়ে কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সাংবাদিকদের বলেন,‘আগের যে নাম আছে সেটাই আমরা রাখছি। কারণ, ক্যান্টনমেন্ট বললে তিন বাহিনীকেই বোঝায়।
×