ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠের সাবেক সম্পাদনা সহকারী প্রধানের অবস্থা উন্নতির দিকে

প্রকাশিত: ০৭:০২, ২ এপ্রিল ২০১৮

জনকণ্ঠের সাবেক সম্পাদনা সহকারী প্রধানের অবস্থা উন্নতির দিকে

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ এপ্রিল ॥ সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক জনকণ্ঠের সাবেক সম্পাদনা সহকারী প্রধান হারুন-উর-রশিদ (৭২) শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। জানা গেছে, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, জ্বর, কাশি প্রভৃতি রোগের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বৃহস্পতিবার সকাল দশটার দিকে এনাম মেডিক্যালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে ওইদিনই তাকে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হওয়ায় শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় রবিবার দুপুর ১২টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। তবে, এখনও তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। তার মুখে অক্সিজেন লাগানো রয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তার পরিবারের সদস্যরা জানান, তার অবস্থা এখন অনেকটা আশঙ্কামুক্ত। অবস্থার আরও একটু উন্নতি হলে সোমবার তাকে আইসিইউ থেকে বেডে স্থানান্তর করা হতে পারে। উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠে ২২ বছর কর্মরত থাকার পর ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি অবসরে যান।
×