ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নৌকায় ভোট চায়, আপনারা ধানের শীষে চান ॥ বিএনপিকে নাসিম

প্রকাশিত: ০৫:২১, ২ এপ্রিল ২০১৮

আওয়ামী লীগ নৌকায় ভোট চায়, আপনারা  ধানের শীষে  চান ॥ বিএনপিকে নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আওয়ামী লীগ নৌকায় ভোট চাইবে। আপনারা আপনাদের দলীয় প্রতীক ধানের শীষে ভোট চান। ভোট চান না কেন? নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন, কারণ জাতীয় নির্বাচন ঘরের দুয়ারে। আওয়ামী লীগ নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, একটা দলের সারা বছর, সব সময়, সব জায়গায় মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার আছে। বিএনপিকে একবার না, হাজার বার ভোট চাইতে পারে। নির্বাচন এলেই জনগণের কাছে যাব, ভোট চাইব, এটা তো কথা হতে পারে না। শুধু নির্বাচনের আগে তিন মাস কেন, সারাবছর সব সময়, সবাই ভোট চাইতে পারে। বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, শুধু সংবাদ সম্মেলন করে অহেতুক মিথ্যা কথা না বলে মানুষের কাছে গিয়ে ভোট চান। কেউই তো আপনাদের ভোট চাইতে মানা করেনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলখানায় সুস্থ আছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সব সময় তার খবর রাখছি। ইতোমধ্যে তিনজন ডাক্তারের একটি টিম জেলখানায় পাঠানো হয়েছে। তারা জানিয়েছেন, খালেদা জিয়া সুস্থ আছেন, ভাল আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চেকআপের পর খালেদা জিয়ার বড় কোন অসুস্থতা পাওয়া যায়নি। আমরা সব সময় তার খবর রাখছি। সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। তাই বিএনপির নেতাদের বলব, অযথা মিথ্যা গুজব ছড়াবেন না। গুজব ছড়িয়ে কোন লাভ হবে না। মোহাম্মদ নাসিম বলেন, দেশে উন্নয়নের যে অগ্রগতি হচ্ছে সবাইকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে ক্ষমতায় আনার মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আগামী ছয় মাস সকলকে ঘরে-ঘরে গিয়ে নৌকা মার্কার জন্য ভোট চাইতে হবে। জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, আজীবন জিল্লুর রহমান বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে গেছেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি মেহনতী মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। স্বাধীনতার সপক্ষের রাজনীতিতে জিল্লুর রহমান এক চিরস্মরণীয় রাজনীতিবিদের নাম। ত্যাগী রাজনীতিবিদ জিল্লুর রহমান বাঙালীর হৃদয়ে চিরসমুজ্জ্বল থাকবেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
×