ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাগুরায় ঝড়ে আড়াই হাজার পাখির মৃত্যু

প্রকাশিত: ০৪:৫৯, ১ এপ্রিল ২০১৮

মাগুরায় ঝড়ে আড়াই  হাজার পাখির  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩১ মার্চ ॥ শুক্রবার রাতে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাধবপুর গ্রামে ঝড়ের কবলে পড়ে বিভিন্ন প্রজাতির আড়াই হাজার পাখির মৃত্যু হয়েছে। এই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বিভিন্ন প্রজাতির এত বিপুল সংখ্যক পাখি মারা যায়। মৃত পাখির মধ্যে রয়েছে শালিক, দোয়েল, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি। শনিবার দুপুরে সরেজমিনে জগদল ইউনিয়নের মাধবপুর গ্রামে গেলে গ্রামবাসীরা জানান, মাধবপুর গ্রামের মেহগনি বাগানে বিভিন্ন প্রজাতির পাখি থাকত। ঝড়ের কবলে পড়ে আড়াই হাজার শালিক, দোয়েল, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি মারা গেছে। ওই বাগান প্রতিদিন বিকেলে পাখির ডাকে মুখরিত হয়ে উঠত। ঝড়ের কবলে বিভিন্ন প্রজাতির এই বিপুল সংখ্যক পাখি মারা গেছে বলে ঘোড়ামারা গ্রামের একেন মোল্লা জানান, তিনি মৃত পাখি জড়ো করে রেখেছেন। বহু মানুষ পাখি নিয়ে গেছে খাওয়ার জন্য। মৃত পাখি দেখতে বহু মানুষ ভিড় করেন।
×