ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে প্রাক নির্বাচনী সহিংসতায় আহত দুই

প্রকাশিত: ০৬:২৯, ২৯ মার্চ ২০১৮

ফরিদপুরে প্রাক নির্বাচনী সহিংসতায় আহত দুই

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ মার্চ ॥ ফরিদপুর সদরের ১১টি ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ দুইজন আহত হয়েছেন। এছাড়া নাজেহাল করা হয়েছে বিএনপি মনোনীত এক চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার রাত ১১টার দিকে ডিক্রিরচর ইউনিয়নে এবং রাত ৯টার দিকে ঈশান গোপালপুর ইউনিয়নে এ ঘটনা দুটি ঘটে। রাত ১১টার দিকে ডিক্রিরচর ইউনিয়নের চর টেপুরাকান্দি এলাকায় একটি মাইক্রোবাসে সহযোগীদের নিয়ে নির্বাচনী প্রচার করে ফিরছিলেন ওই ইউনিয়নের আ. লীগের বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসানের ভাই আলমগীর ফকির। বেসরকারী উন্নয়ন সংস্থা এফডিএর কার্যালয়ের সামনে এলে ওই মাইক্রোর উপর তিন দিক থেকে ইট মারা হয়। এর ফলে মাইক্রোবাসের সামনের কাঁচসহ তিনটি কাঁচ ভেঙ্গে আহত হন বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসানের ভাই আলমগীর ফকির, তার সহযোগী বেলায়েত হোসেন। ইটের আঘাতে আলমগীর ফকিরের মাথা ফেটে গেছে। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলায়েতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চট্টগ্রামে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে দুই শিশু। খেলার সময় ককটেলটি বিস্ফোরিত হয়। বুধবার দুপুরে খুলশী থানার ঝাউতলা এলাকায় বিজিএমইএ ভবনের পেছনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আহত দুই শিশুর নাম সোহান (৭) এবং আল আমিন (৭)। সকালে তারা সেখানে খেলতে যায়। বেলা ১২টার দিকে টেপ মোড়ানো বল সদৃশ্য একটি বস্তু দেখে তারা তা নিয়ে খেলায় মগ্ন হয়। হঠাৎ করে তা বিস্ফোরিত হলে দুজনই আহত হয়। দ্রুত তাদের নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
×