ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবসের প্যারেডে হামলা

প্রকাশিত: ০৫:২৫, ২৭ মার্চ ২০১৮

কুষ্টিয়ায় স্বাধীনতা  দিবসের  প্যারেডে   হামলা

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৬ মার্চ ॥ দৌলতপুরে স্বাধীনতা দিবসের প্যারেড ও কুচকাওয়াজ চলাকালে বহিরাগতদের হামলায় দৌলতপুর কলেজ রোভার দলের সদস্য ও কলেজ ছাত্র আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে প্যারেড ও কুচকাওয়াজ চলাকালে হামলার এ ঘটনা ঘটে। এছাড়াও আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের মাঝে খাবার সরবরাহ করতে না পারায় তারা ক্ষোভ প্রকাশ করে সংবর্ধনা সভা ত্যাগ করেছেন। হামলার শিকার দৌলতপুর কলেজ রোভার দলের সদস্যরা জানায়, দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচীতে দৌলতপুর কলেজ রোভার দল অংশ নিয়ে প্যারেড ও কুচকাওয়া প্রদর্শন করে। প্যারেড ও কুচকাওয়া প্রদর্শন চলাকালে ৮-১০ জন সশস্ত্র বহিরাগত যুবক তাদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা রোভার দলের সদস্যদের বেধড়ক মারপিট ও হাতুড়ি পেটা করতে থাকলে প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করে। পরে হামলাকারী যুবকরা মারপিট শেষে ঘটনাস্থল ত্যাগ করলে গুরুতর আহত রোভার দলের সদস্য নাজমুল ইসলামকে (২০) উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাজমুল ইসলাম দৌলতপুর কলেজ রোভার দলের সদস্য ও ডিগ্রী শ্রেণীর ছাত্র। রোভার দলের সদস্যদের ওপর হামলার বিষয়ে দৌলতপুর কলেজের ক্রীড়া শিক্ষক আবুল হোসেন জানান, বহিরাগতদের হামলায় আহত নাজমুল ইসলাম দৌলতপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, নিজেদের অভ্যন্তরীণ কোন ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। দৌলতপুর কলেজ কর্তৃপক্ষ দৌলতপুর থানায় অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও প্রত্যুষে দৌলতপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি, দৌলতপুর কলেজ, দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর শিল্পকলা একাডেমি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
×