ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাউফলে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হামলা ভাংচুর, আহত ১৫

প্রকাশিত: ০৪:৪৮, ২৬ মার্চ ২০১৮

বাউফলে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হামলা ভাংচুর, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ মার্চ ॥ নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ ঘটনায় ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে মুন্নী নামের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই দিন একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ হলরুমে ৪শ’১২ জন এইচএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা সোয়া ১১টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মালেকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ চলছিল। অনুষ্ঠানের সঞ্চালক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান প্রধান অতিথির আসন গ্রহণের জন্য ওই কলেজের গবর্নিংবডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ও নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামাল বিশ্বাসের নাম ঘোষণা করলে মশিউর রহমান নামের এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ৪০-৫০ জন বহিরাগত হলরুমের মধ্যে ঢুকে তা-ব শুরু করে। এ সময় দ্বিগি¦দিক ছোটাছুটি করতে গিয়ে ও পদধুলিত হয়ে অফিস সহকারী আবদুর রাজ্জাক ও একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী মুন্নীসহ ১৫ শিক্ষার্থী আহত হয়। সন্ত্রাসীরা প্রায় ১৫-২০ মিনিট ধরে তা-ব চালিয়ে হল রুমের চেয়ার, মাইক ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার বড় ভাই ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবু তাহের খান, নওমালা ইউপির চেয়ারম্যান শাহজাদা হাওলাদার, সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট ও গবর্নিংবডির সদস্য মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
×