ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশাসনের হস্তক্ষেপ বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোর-কিশোরী

প্রকাশিত: ০৬:৪২, ২৫ মার্চ ২০১৮

প্রশাসনের হস্তক্ষেপ  বাল্যবিবাহ থেকে  রক্ষা পেল  কিশোর-কিশোরী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল কিশোর-কিশোরী। জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের বড় হাজিপাড়া গ্রামের রমজান আলীর কন্যা কদমতলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রোকসানা আকতার আঁখির সঙ্গে একই ইউনিয়নের পাশর্^বর্তী ফুলবাহার কুঠি গ্রামের সাকিব সরকার রনির বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় বিয়ে হবে এমন খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল মুঈদের নেতৃত্বে একদল পুলিশ মেয়ের বাড়িতে অভিযান চালায়। কিন্তু মেয়ের বাড়ির লোকজন আগেই টের পেয়ে ঘরে তালা ঝুলিয়ে সটকে পড়েন। পরে জানতে পারেন কদমতলা বাজার সংলগ্ন মেয়ের মামা মানিক মিয়ার বাড়িতে বাল্যবিবাহ হবে। সেখানে গিয়ে মেয়ে ও তার মায়ের মুচলেকা নেন। ছেলের মা ও চাচাসহ ঐ এলাকার ইউপি সদস্য আব্দুল হামিদ সরকারেরও মুচলেকা নিয়ে বাল্যবিবাহের আয়োজন পন্ড করে দেন।
×