ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এইউবি ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৫:২২, ২৪ মার্চ ২০১৮

এইউবি ভার্সিটিতে সেমিনার

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ‘বিসিএস ও অন্যান্য প্রস্তুতিমূলক পরীক্ষার প্রাক প্রস্তুতি’ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোঃ শাহ আলমের সভাপতিত্বে আয়েশা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এইউবির ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন বিসিএস কনফিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা গিয়াস, মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল ফরহাদুল ইসলাম, বিসিএস কনফিডেন্সের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, এইউবির স্টুডেন্টস এ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মিজানুর রহমান ভুঁইয়া। -বিজ্ঞপ্তি। . ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে আয়োজন করা হয় সারিবদ্ধভাবে ৩০ মিনিট দাঁড়িয়ে অবস্থান এবং আলোচনা সভার। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে ৩০মিনিট দাঁড়িয়ে অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচীতে শোভা পায় শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এবং সাফল্যের তথ্যাবলী সংবলিত বর্ণিল ফেস্টুন ও ব্যানার। পরে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় এক আলোচনা সভার। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ খোকন চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা মোঃ আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা বিভাগের অধ্যাপক আবদুল মালেক, সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সুমন মিয়া এবং ছাত্রছাত্রীদের অনেকে। -বিজ্ঞপ্তি।
×