ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৬:২১, ২২ মার্চ ২০১৮

মীরসরাইয়ে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ ॥ দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম, ২১ মার্চ ॥ মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ জনপদ ফরেস্ট সড়কে ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে হাজারও মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ফরেস্ট, ঘেড়ামারা ও ছত্তরুয়া গ্রামের মানুষের একমাত্র বিকল্পহীন যাতায়াতের মাধ্যম সড়ক ফরেস্ট অফিস সড়কটি। এখানে রয়েছে বন রেঞ্জ অফিস, রেস্টহাউসসহ পার্বত্য প্রবেশদ্বার হিসেবে উপজেলার দর্শনীয় স্পট করেরহাট বনবিট ডাকবাংলো। আর সরকারী বেসরকারী সকলের একমাত্র যোগাযোগের বিকল্পহীন ফরেস্ট ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটি দীর্ঘ কয়েক যুগ ধরেই অবহেলিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন কাঠের পাটাতন ও খুঁটি দেয়া কোনভাবে নড়বড়ে এই ব্রিজটি দিয়ে এলাকার হাজার হাজার মানুষ, সরকারী বেসরকারী কর্মকর্তাসহ যানবাহন চলাচল করছে ঝুঁকিপূর্ণভাবে। এই পথে চলাচলকারী স্থানীয় কামরুল ইসলাম বলেন, প্রতিদিন শতশত শিক্ষার্থী আসা-যাওয়া করছে। গ্রামের মানুষের রোগী আনা-নেয়া, নিত্য প্রয়োজনীয় কাজসহ যাতায়াতে এই ব্রিজটি বিকল্পহীন। অথচ এই বিষয়ে নেই সরকারী কোন উদ্যোগ। তিনি বলেন, প্রায় ৪০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট গভীর এতো বড়খাল দিয়ে এমন কাঠের জোড়াতালি দেয়া পুরনো ব্রিজ দিয়ে যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আকল মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২১ মার্চ ॥ সন্ত্রাসীদের আঘাতে নিহত আলহাজ আকল মিয়া হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে চুনারুঘাট উপজেলা সদরে পালিত হয়েছে হরতাল। বুধবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল আহ্বান করে চুনারুঘাট সর্বদলীয় সংগ্রাম কমিটি। হরতাল চলাকালে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। সর্বত্র বন্ধ ছিল দোকানপাট। বের করা হয় খ- খ- মিছিল। মধ্যবাজারে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন আব্দুস সালাম তালুকদার। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র ও বিএনপি নেতা নাজিম উদ্দিন, সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুল কাদির সরকার, মাওলানা মতিউর রহমান হেলালী, নিহত ব্যবসায়ী নেতা আকল মিয়ার পুত্র নাজমুল ইসলাম বকুল প্রমুখ।
×