ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মোরসালিন মিজান

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৫:১৭, ১৬ মার্চ ২০১৮

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

শহর ঢাকা বিষঘ্ন। হঠাৎ যেন থেমে গেছে সব। গাড়ি চলছে। কর্মব্যস্ততা আগের মতোই। এর পরও একটা শূন্যতা। বুকে হাহাকার। স্বজন হারানোর ব্যথা। নেপালে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের যাত্রীদের কথা ভেবে শোক করছেন সবাই। আহত নিহতরা চেনা অল্প চেনা কিংবা অচেনা। তাতে কী? প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান রাজধানী। গত সোমবার কাঠমান্ডু থেকে ভেসে আসে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর। মোট আরোহী ছিলেন ৭১ জন। করুণ মৃত্যু হয় ৫১ জনের। আহতরা নেপালের হাসপাতালে ভর্তি। কাতরাচ্ছেন। দেশে পিতা মাতা আত্মীয় পরিজন। তাদের কান্নায় ভারি হয়ে উঠেছে বাতাস। প্রথম দুই দিন রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছিল। নেমে এসেছিল নিস্তব্ধতা। বৃহস্পতিবার সারা দেশে পালন করা হয় রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে সারাদেশে সব সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ঢাকার গুরুত্বপূর্ণ অফিস আদালতের সামনে যে পতাকা, এদিন সামান্য নুয়ে এসে শোক প্রকাশ করে নিহতদের প্রতি। এর বাইরে প্রতিদিনই নানাভাবে স্মরণ করা হচ্ছে নিহতদের। আহতরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, প্রার্থনা করা হচ্ছে। এর পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি উঠেছে। বাংলা বর্ষপঞ্জির শেষ মাস চৈত্র। বৃহস্পতিবার ছিল মাসের প্রথম দিন। এদিন থেকেই শুরু হয়ে গেছে বৈশাখ বরণের প্রস্তুতি। এবার বাঙালী বরণ করে নেবে ১৪২৫ বঙ্গাব্দকে। বলার অপেক্ষা রাখে না, বর্ষবরণের প্রধানতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। বিপুল আয়োজন। বড় প্রস্তুতি। তাই ১ চৈত্র থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জয়নুল গ্যালারির সামনের খোলা প্রাঙ্গণে ছবি এঁকে প্রস্তুতি পর্বের উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। এ সময় চারুকলা অনুষদের ডিন ও জাতীয় বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক নিসার হোসেনসহ সিনিয়র শিল্পী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় রফিকুন নবী বলেন, প্রতি বছরের মতো এবারও এক মাস আগে কাজ শুরু করল শিক্ষার্থীরা। আমি ছবি এঁকে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলাম। নববর্ষের আয়োজন থেকে শুভ সুন্দরের বার্তা দেয়া হবে বলেও জানান তিনি। প্রস্তুতি প্রসঙ্গে নিসার হোসেন বলেন, আমরা শিক্ষক। আমরা এ কাজে সহায়তা করি মাত্র। মূল কাজটি করে শিক্ষার্থীরা। চারুকলা অনুষদের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা সবকিছুর তদারকি করবে। তাদের সঙ্গে যোগ দেবে সব বিভাগের সব বর্ষের শিক্ষার্থী। বরেণ্য শিল্পীরা যে যখন পারেন এখানে এসে ছবি আঁকবেন বলে জানান তিনি। সেইসঙ্গে চলবে সরাচিত্র মুখোশ ও লোকশিল্পের নানা নিদর্শন তৈরি ও বিক্রির কাজ। বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে বলে জানান তিনি। বিকেলে অনুষদে গিয়ে দেখা যায়, বরাবরের মতোই টেবিল বিছিয়ে নেয়া হয়েছে। কিনে আনা হয়েছে রং তুলি। চলছে ছবি আঁকার কাজ। লোক চিত্রকলার বিভিন্ন ফরম ব্যবহার করে বাংলাদেশ ও বাঙালীর জীবন সংস্কৃতিকে তুলে ধরছেন শিল্পীরা। এবার ভিন্ন প্রসঙ্গ। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল মজুমদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ধানমন্ডি এবং কলাবাগান এলাকায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণে অভিযান চালায়। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় ধানমন্ডির এক দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই কারণে ধানমন্ডি ১২ নম্বর সড়কের নিউ শহীদ জেনারেল স্টোরকে জরিমানা করা হয়। অভিযানে পাঁচটি দোকানে তামাকপণ্যের বিজ্ঞাপন ধ্বংস এবং ১০টি বিজ্ঞাপনে ব্যবহার করা বাক্স ভেঙ্গে ফেলা হয়। খুব বড় কোন কাজ হয়ে গেছে বলা যাবে না।
×