ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজ কালো ব্যাজ পরে খেলবেন মাহমুদুল্লাহরা

প্রকাশিত: ০৬:৫৮, ১৪ মার্চ ২০১৮

আজ কালো ব্যাজ পরে  খেলবেন মাহমুদুল্লাহরা

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ। ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, যাদের মধ্যে ২৫ জন বাংলাদেশী, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পাইলট আবিদ সুলতানও চলে গেছেন না ফেরার দেশে। গোটা বাংলাদেশই শোকে মুহ্যমান। দেশের মানুষের এই শোক স্পর্শ করেছে নিদাহাস ট্রফি খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দলকে। সোমবার বিকেলেই বাংলাদেশের ক্রিকেটাররা দুর্ঘটনার খবর শুনে নানাভাবে জানার চেষ্টা করছেন হতাহত হওয়ার খবর। বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার ভয়াবহতা দেখে শোকের ছায়া নেমে এসেছে পুরো দলে। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মঙ্গলবার জানতে চেয়েছেন বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা কি না। তিনি জানালেন, নেপালের দুর্ঘটনায় বাংলাদেশ দল আজ ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে। তিনি বলেন, ‘কাল (সোমবার) যখন আমরা খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। শুনেছি সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশী ছিলেন। খুবই মর্মান্তিক। তারা কারও না কারও খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই।
×