ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পরিবার পরিকল্পনা মেলা

প্রকাশিত: ০৪:৫৮, ১১ মার্চ ২০১৮

পরিবার পরিকল্পনা মেলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সুপরিকল্পিত পরিবার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে পরিবার পরিকল্পনা মেলা। জেলা পর্যায়ের সোশ্যাল এ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের (এসবিসিসি) অংশ হিসেবে এ মেলার আয়োজন করেছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। শনিবার বেলা সাড়ে ১০ টায় রাজশাহী নগর ভবনের গ্রীন প্লাজায় দুইদিনের এ মেলা উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় পরিবার পকিল্পনা অধিদফতরের উপপরিচালক ডা. নাসিমা আখতার। জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্মসচিব ও পরিচালক মলয় কুমার রায়। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগের এডিএম সুব্রত পাল, এডিসি সাবেত আলী, এডিসি (শিক্ষা) নাসিমা খাতুন প্রমুখ।
×