ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অপহরণের হুমকি ॥ ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

প্রকাশিত: ০৪:৫৭, ১১ মার্চ ২০১৮

অপহরণের হুমকি ॥ ছাত্রীর স্কুলে  যাওয়া বন্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বখাটের অব্যাহত যৌন হয়রানি ও অপহরণের হুমকির মুখে সাতদিন ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বাবুগঞ্জ উপজেলার আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাজমিন আক্তার (১৫)। স্কুলছাত্রীর মা গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামে এনামুল হকের স্ত্রী নাসিমা বেগম জানান, একই গ্রামের আব্দুল মান্নান খানের বখাটে পুত্র পিন্টু খান ও তার সহযোগীরা স্কুলে আসা-যাওয়ার পথে তার কন্যা নাজমিনকে দীর্ঘদিন থেকে যৌন হয়রানি করে আসছে। বিষয়টি তার কন্যা তাকে জানানোর পর বখাটে পিন্টুর বাবা মান্নানকে অবহিত করা হয়। এতে বখাটে পিন্টু ক্ষিপ্ত হয়ে একাধিকবার স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ঘটানোর চেষ্টা করে। সর্বশেষ গত শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে পিন্টু তার সহযোগীদের নিয়ে নাজমিনকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় নাজমিনের চিৎকারে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে বখাটেদের ভয়ে নাজমিন সাতদিন ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন সরদার জানান, স্কুল ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হওয়ার কথা শুনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শুক্রবার রাতে গ্রাম্য সালিশের আয়োজন করা হলেও বৈঠকে বখাটে পিন্টু ও তার অভিভাবক অনুপস্থিত ছিল। পরবর্তীতে ওই ছাত্রীর অভিভাবকদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
×