ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খুলনার শহীদ হাদিস পার্কে মিছিল সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ০৭:১১, ১০ মার্চ ২০১৮

খুলনার শহীদ হাদিস পার্কে মিছিল সমাবেশ  নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। বিএনপি ও আওয়ামী লীগ এ দিন একই সময়ে হাদিস পার্কে সমাবেশ আহ্বান করায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মার্চ বিকেলে শহীদ হাদিস পার্কে দুইটি পরস্পরবিরোধী রাজনৈতিক দল সমাবেশ আহ্বান করেছে। একই সময়ে একই স্থানে পরস্পরবিরোধী দুইটি রাজনৈতিক দলের জনসভা আহ্বান করায় আইন- শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে কেএমপি অধ্যাদেশ অনুযায়ী শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহীদ হাদিস পার্কসহ পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
×