ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিএসইসির ধারণা চীনা কনসোর্টিয়ামের স্বার্থ রক্ষায় শর্ত দিয়েছে ডিএসই

প্রকাশিত: ০৫:৩২, ৮ মার্চ ২০১৮

বিএসইসির ধারণা চীনা কনসোর্টিয়ামের স্বার্থ রক্ষায় শর্ত দিয়েছে ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে চীনের কনসোর্টিয়ামের স্বার্থ রক্ষার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ স্বপ্রোণোদিত হয়ে অনেক শর্ত দিয়েছে বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে বিএসইসি ব্যাখ্যা চাইলেও ডিএসই কর্তৃপক্ষ তা করেনি। বরং বিষয়গুলো এড়িয়ে গেছে। যে কারণে ডিএসইর জবাবে সন্তুষ্ট হতে পারেনি বিএসইসি। বিএসইসির পর্যালোচনা কমিটি কর্তৃক ডিএসইর লিখিত জবাব যাছাই-বাছাইয়ে এসব তথ্য পাওয়া গেছে। চীনের কনসোর্টিয়ামের স্বার্থ রক্ষার্থে শর্তগুলো ডিএসই কর্তৃপক্ষ নিজেই প্রস্তুত করে দিয়েছিল বলে জানিয়েছে দাবি বিএসইসির পর্যালোচনা কমিটির। এক্ষেত্রে ডিএসই ২৫ শতাংশ শেয়ারধারীর স্বার্থ রক্ষা করতে গিয়ে স্থানীয় ৭৫ শতাংশ শেয়ারহোল্ডারের স্বার্থ বিসর্জন কোন দিতে চেয়েছে তা জানতে চায় বিএসইসি। বিএসইসির পর্যালোচনা কমিটির মতে, চীনের কনসোর্টিয়াম ২২ টাকা করে দেবে বলে ডিএসই সর্বত্র প্রকাশ করেছে। তবে লভ্যাংশ দিলে সমপরিমাণ মূল্য কমে যাবে বলে প্রস্তাবিত ডকুমেন্টে বলা হয়েছে। এমতাবস্থায় শেয়ারের দাম ২২ টাকা কি করে থাকে তা জানতে চায় বিএসইসি। একইসঙ্গে বিদ্যমান শেয়ারহোল্ডাররা বিষয়টি জানে কিনা তাও জানতে চায়। বিএসইসির চিঠির জবাবে ডিএসই দাবি করেছে, চীনের কনসোর্টিয়ামের সব প্রস্তাব আইনসম্মত। তবে এতগুলো বিরোধপূর্ণ শর্ত থাকার পরেও কিভাবে আইনসম্মত তা জানতে চায় বিএসইসি। এদিকে বিএসইসির চিঠির আলোকে ডিএসই কৌশলগত বিনিয়োগকারীর চুক্তি যুক্তরাজ্যের (ইউনাইটেড কিংডম) পরিবর্তে বাংলাদেশের আইনে করবে বলে জানিয়েছেন।
×