ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নড়াইলে চেয়ারম্যান হত্যার জেরে ১৬ বাড়ি ভাংচুর, লুট

প্রকাশিত: ০৬:৩৯, ৭ মার্চ ২০১৮

নড়াইলে চেয়ারম্যান হত্যার জেরে ১৬ বাড়ি ভাংচুর, লুট

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ৬ মার্চ ॥ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ হত্যা মামলার আসামি পক্ষের ১৬টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুমড়ি গ্রামের পশ্চিম পাড়ায় এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউপির চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশকে গত ১৫ ফেব্রুয়ারি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে গুলি ও পরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকা-ের ঘটনায় নিহত পলাশের ভাই সাইফুর রহমান হিলু বাদী হয়ে গত মাসের ১৭ ফেব্রুয়ারি ১৫জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। ক্ষতিগ্রস্তরা জানান, হত্যাকা-ের জের ধরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিহত পলাশ সমর্থিত কুমড়ি ২৫/৩০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-রাম দা, ছ্যান দা ও লাঠিসোঁটা নিয়ে সেনা সদস্য খায়রুজ্জামান, রফিকুল শেখ, বোরহান, ইরান শেখ, মশিয়ার গাজী, আজিজুর শেখ, নুর ইসলাম শেখ, ইসমাঈল শেখ, আইয়ুব শেখ, জামাল শেখ, হীরাঙ্গীর শেখ, সৈয়দ এনায়েত আলী, সৈয়দ লিয়াকত আলী, আকরাম, আরব আলী, আজিজুল হক সাকুর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাংচুর ও ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র তছনছ করে। এ সময় দুর্বৃত্তরা বোরহান শেখের নতুন একটি ইজি-বাইক, রফিকুল শেখের মোটরসাইকেল ভাংচুর করে। দুর্বৃত্তরা মাখন গাজীর স্ত্রী নাসরিন বেগমের বাড়ি থেকে ৬ হাজার টাকা, আজিজুল হক সাকুর স্ত্রী রুমা বেগমের বাড়ি থেকে ২ হাজার ৫’শ টাকা এবং নুর ইসলামের স্ত্রী খাদিজা বেগমের এক জোড়া কানের দুল ও ২ হাজার ২শ’ টাকা ছিনিয়ে নেয়। কুমড়ি গ্রামের পশ্চিম পাড়ায় ভাংচুরের সময় পুলিশ কুমড়ি গ্রামেই অবস্থান করছিল বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাতেই লোহাগড়া থানার উপ-পরিদর্শক কেএম জাফর আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত চেয়ারম্যান পলাশের ভাই মুক্ত রহমান সাংবাদিকদের বলেন, ভাংচুরের সঙ্গে আমার ভাই নিহত চেয়ারম্যান পলাশের পক্ষের কোন লোকজন জড়িত নয়। হত্যা মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি কুচক্রী মহল এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, কয়েকটি বাড়ি ভাংচুর হয়েছে, তবে লুটপাট হয়নি। ভাংচুরের সঙ্গে কারা জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×