ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ছাত্রদল কর্মীসহ পাঁচ খুন

প্রকাশিত: ০৬:৩৭, ৭ মার্চ ২০১৮

ছাত্রদল কর্মীসহ পাঁচ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্রদল কর্মী, পাবনার চাটমোহরে কবিরাজ , বেড়ায় যুবক ও রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই, মুন্সীগঞ্জে নারী খুন হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। ফটিকছড়ি চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলা ও নিক্ষিপ্ত ইটের আঘাতে সোহেল রানা (২৫) নামে এক ছাত্রদল কর্মী খুন হয়েছে। এ ঘটনায় খোরশেদ (২৪) নামে এক যুবক আহত হয়। নিহত সোহেল রানা হাটহাজারী পৌর এলাকার পূর্ব চন্দ্রপুর দুলা মিয়া বাড়ির নুরুল ইসলাম ওরফে মানিক মিস্ত্রির পুত্র। হতাহতরা বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলালের অনুসারী। তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকা- সংঘটিত হয়। এ বিষয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাবনা চাটমোহরে এক হিন্দু কবিরাজকে তার নিজ বাড়িতে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম হারাধন ভট্টাচার্য (৭০)। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হারাধন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত পার্বতীনাথ ভট্টাচার্যের ছেলে। তিনি চিরকুমার এবং কবিরাজি পেশার সঙ্গে জড়িত ছিলেন। নিহতের ভাতিজা তুষার ভট্টাচার্য জানান, খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে দেখি তার হাত-পা বাঁধা মৃতদেহ পড়ে আছে। পরে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানিয়েছে, ৩/৪ জন বোরকা পরা নারী এ বাড়িতে এসেছিল। ওই নারীরা বাড়ি থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা নিজ ঘরে হারাধন ভট্টাচার্যকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়। ঘর তছনছ অবস্থায় পাওয়া গেছে, আর ঘরের মধ্যে ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেড়া, পাবনা পাবনার বেড়ায় মঙ্গলবার সকালে বস্তাবন্দী অবস্থায় স্বপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার তারাপুর গ্রামের মালেক মিয়ার ছেলে। তার গলা কাটা অবস্থায় ছিল। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ একটি গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করে। তাকে সোমবার রাতে ধারালো কিছু দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজশাহী গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুষণা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৫০)। তিনি ভুষণা গ্রামের বেলায়েত আলীর ছেলে। গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন জানান, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমি থেকে মশুর তুলতে গেলে ছোট ভাই আবদুল করিমের (৪০) সঙ্গে আবদুর রহিমের বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে বড় ভাইকে কুপিয়ে জখম করে করিম। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে রহিমের মৃত্যু হয়। মুন্সীগঞ্জ লৌহজংয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার লৌহজংয়ের নোয়াপাড়া গ্রামের কামাল মোল্লার ভাড়াটিয়া হাবিবুর রহমান মিজি (৩৫)-এর ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, লৌহজংয়ের নোয়াপাড়া গ্রামের কামাল মোল্লার বাড়িতে ভাড়া থাকত টঙ্গীবাড়ি উপজেলার উত্তর কুড়মুড়িয়া গ্রামের আব্দুল রাজ্জাক মিজির পুত্র হাবিবুর রহমান মিঝি। পীরভক্ত মিজির কাছে টাকা পেত স্থানীয় এক ব্যক্তি। এ টাকা চাইতে মঙ্গলবার হাবিবুরের বাড়িতে গেলে হাবিবুর পরে টাকা দেবে বলে জানায়। এ সময় ওই লোক জানতে চায় ৩ দিন পূর্বে যে মহিলাকে ঘরে এনেছে সে কোথায় ? এ কথা বলার পর হাবিবুর দৌড়ে পালাতে চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে এনে ঘরের ভেতর খোঁজ করে মহিলার লাশ দেখতে পায়। এ সময় মহিলার হাত পা ভাঙ্গা ছিল। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশসহ হাবিবুরকে থানায় নিয়ে যায়।
×