ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সোনাগাজীতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

প্রকাশিত: ০৬:৩০, ৬ মার্চ ২০১৮

সোনাগাজীতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পুলিশ ফাঁড়িতে দিনভর বিনামূল্যে স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন এ আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিনেত্রী ও নাট্য নির্দেশক রোকেয়া প্রাচী। উপস্থিত ছিলেন চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্ট, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান, প্রধান শিক্ষক আজিজ উল্যাহ প্রমুখ। কর্মসূচীতে চিকিৎসা দিয়েছেন ডাঃ মনিলাল আইচ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক, কান ও গলা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসাপাতাল। এ ছাড়াও সঙ্গে ছিলেন আরও অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল। এ সময় রোকেয়া প্রাচী জানান কর্মসূচীটি অব্যাহত থাকবে এবং আজকে নাক, কান ও গলা রোগীদের চিকিৎসার মাধ্যমে এ কর্মসূচী শুরু হয়। এলাকার ৫শতাধিক নারী পুরুষ বৃদ্ধ ও শিক্ষার্থীরা চিকিৎসা নেন। -বিজ্ঞপ্তি।
×