ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার ভুয়া ডিবিকে গণধোলাই

প্রকাশিত: ০৪:২৪, ৬ মার্চ ২০১৮

চার ভুয়া ডিবিকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৫ মার্চ ॥ সোমবার দুপুরে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকা থেকে ৪ ভুয়া ডিবি পুলিশকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পুলিশ এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। আটককৃতরা হলো মাহমুদুর রহমান, মাসুদ শেখ, হারুন সিকদার ও মানিক মিয়া। তাদের বাড়ি ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও বরিশাল। এলাকাবাসী জানান, আটককৃতরা শহরের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতে থাকে। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বাগেরহাটে প্রযুক্তিমেলা শুরু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা সোমবার থেকে শুরু হয়েছে। এদিন সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি। ইউএনও তানজিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, এডিসি শাহীন হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদা আক্তার, সরদার শুকুর আহম্মেদ প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। মেলাকে ঘিরে মোট ৩০টি স্টল বসেছে। মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে।
×