ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভারত-বাংলাদেশের উন্নয়নের অন্যতম সহযোগী ॥ মান্নান

প্রকাশিত: ০৫:২৯, ৫ মার্চ ২০১৮

ভারত-বাংলাদেশের উন্নয়নের অন্যতম সহযোগী ॥ মান্নান

স্টাফ রিপোর্টার ॥ ভারত-বাংলাদেশে অর্থনীতির সম্প্রসারণ এবং উন্নয়নের অন্যতম সহযোগী। ভারত বাংলাদেশের ঐতিহ্য, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বন্ধুও বটে কেননা আমাদের পূর্ববর্তী পুরুষগণ অনেকের বসবাসও ছিল ভারতে। তাছাড়াও ভারতকে বাংলাদেশের বড় ব্যবসায়িক ও উন্নয়নের পার্টনার বলা যায় বলে জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। রবিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারতের কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ের এগ্রিকালচারাল এ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (এপিইডিএ) ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে ভারতীয় কৃষি জাত পণ্যের ক্রেতা-বিক্রেতা সমাবেশ ২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, এই সমাবেশে প্রায় ২০ ভারতীয় কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করছে। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ব্যবসার গুরুত্ব বৃদ্ধি পাবে। সহজেই পণ্য পরিচিতি এবং যোগাযোগ করতে পারবে। হাইকমিশনার বলেন, ভারতের ১৮০ হেক্টর কৃষি জমি যেখানে বিশে^র ১০ কৃষি পণ্য রফতানিকারক দেশের মধ্যে রয়েছে ভারতও। এ সময় বাংলাদেশের সঙ্গে ভারতে ব্যবসা আরও প্রসার হওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহম্মাদ বক্তব্য রাখেন।
×