ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিবেশ আন্দোলন কর্মী বের্তা কাসেরেস হত্যা

হন্ডুরাসে দেসা কোম্পানির নির্বাহী প্রেসিডেন্ট আটক

প্রকাশিত: ০৪:২৫, ৫ মার্চ ২০১৮

হন্ডুরাসে দেসা কোম্পানির নির্বাহী প্রেসিডেন্ট আটক

হন্ডুরাসে খ্যাতনামা এক পরিবেশ আন্দোলনকারীকে খুনের মূল পরিকল্পনাকারী সন্দেহে এক জ্বালানি কোম্পানির নির্বাহী প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বছর আগে ২০১৬ সালের ২ মার্চ পরিবেশ আন্দোলন কর্মী বের্তা কাসেরেসকে তার নিজ বাড়ির ভেতরে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই সময় তিনি একটি বাঁধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। খবর বিবিসির। দেসারইওস এনারহেতিকোস (দেসা) নামের একটি কোম্পানি ওই বাঁধটি নির্মাণ করছিল। পুলিশ দেসার নির্বাহী প্রেসিডেন্ট রবার্তো দাভিদ কাস্তিওকে গ্রেফতার করেছে। কাস্তিওকে দেশটির উত্তরাঞ্চলের একটি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় বলে শুক্রবার জানিয়েছেন হন্ডুরাসের কৌঁসুলিরা। প্রকাশিত সংবাদে প্রতিবেদনগুলোতে কাস্তিওকে সামরিক বাহিনীর একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলা হয়েছে। ৪৩ বছর বয়সী স্কুল শিক্ষক কাসেরেসকে খুনের ঘটনায় কাস্তিওর বিরুদ্ধে ইতোমধ্যে অভিযুক্ত এক অপরাধীকে বিভিন্ন সহযোগিতা ও অর্থ দিয়ে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে বলে এক সরকারী মুখপাত্র জানিয়েছেন। এক বিবৃতিতে এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে কাস্তিওকে ‘নিরপরাধ’ বলে দাবি করেছে দেসা। ‘আন্তর্জাতিক চাপে ও এনজিওদের মিথ্যা প্রচারণার কারণে কোম্পানিটিকে ওই খুনে জড়ানো হয়েছে ও কাস্তিওকে গ্রেফতার করা হয়েছে,’ বিবৃতিতে দাবি করেছে কোম্পানিটি। ‘সবুজ নোবেল’ পুরস্কার হিসেবে পরিচিত গোল্ডম্যান ইনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত কাসেরেসকে খুনের ঘটনায় ইতোমধ্যে আরও আট জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে হন্ডুরাসের সশস্ত্র বাহিনীগুলোর সদস্য ও দেসার কয়েকজন কর্মী রয়েছেন। বাণিজ্যিক স্বার্থের কারণেই কাসেরেসকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে আসছিল তার পরিবার।
×