ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাহবুবুল হক পরমাণু শক্তি কমিশনের নয়া চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:২১, ৫ মার্চ ২০১৮

মাহবুবুল হক পরমাণু শক্তি কমিশনের নয়া চেয়ারম্যান

সরকার ২ মার্চ থেকে সর্বজ্যৈষ্ঠ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল হক-কে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) পদে নিয়োগ প্রদান করেছে। চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের পূর্বে জনাব মাহবুবুল হক কমিশিনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাহবুবুল হক ১৯৮৫ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।ি হক ১৯৭৫ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, ১৯৭৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮০ ও ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেক্ট্রনিক্স বিভাগ থেকে কৃতিত্বের সাথে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। -বিজ্ঞপ্তি
×