ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিভিন্ন মহলের নিন্দা ॥ ঢাকায় বিক্ষোভ মশাল মিছিল

প্রকাশিত: ০৮:১০, ৪ মার্চ ২০১৮

বিভিন্ন মহলের নিন্দা ॥ ঢাকায় বিক্ষোভ মশাল মিছিল

স্টাফ রিপোর্টার ॥ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সুধী সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। আওয়ামী লীগের তরফ থেকে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক বিবৃতিতে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেছেন, খ্যাতনামা লেখক প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দেশে কাপুরুষোচিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে। জাফর ইকবালের মতো সকলের শ্রদ্ধাভাজন দেশবরেণ্য শিক্ষকের ওপর এ ধরনের হামলা দেশে অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত বহন করে। তিনি গ্রেফতারকৃত যুবকসহ এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে জড়িত সকলের মুখোশ উন্মোচন এবং অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে কথা বলেন। হামলায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জাফর ইকবালকে দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী নাহিদ সাংবাদিকদের বলেন, আমরা খুবই উদ্বিগ্ন, খুবই ক্ষুব্ধ। যে বা যারা এই হামলার পেছনে রয়েছে তাদের খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেয়ার কথা বলেন। অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনাটি ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত বলে মনে করছে বিএনপি। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে লেখক-অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শনিবার সন্ধ্যায় সমবেত হয় গণজাগরণ মঞ্চ ও প্রগতিশীল জোটের নেতাকর্মীরা। ‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে সাংবাদিক-সাহিত্যিকদের একটি দলও প্রতিবাদ জানাতে উপস্থিত হয় সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন ‘স্লোগান একাত্তর’র সদস্যরাও সেখানে জড়ো হয়। পরে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। শাহবাগ থেকে মিছিলকারীরা টিএসসি হয়ে রাজু ভাস্কর্য ঘুরে আবার শাহবাগে এসে মিছিল শেষ হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, মুক্ত চিন্তা ও বাংলাদেশের প্রগতিশীলতার চর্চাকে নস্যাৎ করতেই এ হামলা করা হয়েছে। হামলার প্রতিবাদে আজ বিকেল ৪টায় শাহবাগে কর্মসূচীর ডাক দিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, যে পর্যন্ত সরকার হামলার ব্যাপারে আন্তরিক অবস্থান না নেবে এবং হামলাকারীদের পৃষ্ঠপোষকতা দেবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। জাফর ইকবালের ওপর এই হামলা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক শক্তির প্রতি সরকারের নতজানু আচরণের ফল বলে মন্তব্য করেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ। জাফর ইকবালের সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে লেখক-প্রকাশক রবিন আহসান বলেন, এই বিষয়ে কোন হেলাফেলা যেন সরকার না করে। প্রয়োজনে তাকে বিদেশে নেয়া হোক। কবি আসলাম সানি বলেন, যেভাবে অভিজিত, দীপনদের ওপর হামলা হয়েছে, সেভাবেই জাফর ইকবালের ওপরও হামলা হয়েছে। তারা একাত্তরে বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করেছিল এখনও সেভাবে মুক্তবুদ্ধি চর্চাকারী ও বুদ্ধিজীবীদের হত্যা করতে তাদের ওপর হামলা চালাচ্ছে। ‘স্লোগান একাত্তর’ ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা হামলার প্রতিবাদে মিছিল করে। তারা হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে নানা স্লোগান দেয়।
×