ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি বনমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৫৬, ২ মার্চ ২০১৮

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি বনমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক শ্রমিকদের জীবন যাত্রার ব্যয় এবং কারখানা মালিকদের সক্ষমতা বিবেচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। একই আহ্বান জানিয়ে বিজিএমএই-এর সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, পোশাক শ্রমিকদের প্রয়োজন বিবেচনা করেই মজুরি নির্ধারণ করা দরকার। কিন্তু ১৬ হাজার দাবি করা বাস্তবসম্মত নয়। বৃহস্পতিবার রাজধানীর বিজিএমই ভবনে ‘লিড গ্রিন ফ্যাক্টরি এ্যাওয়ার্ড সিরোমনি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে বিজিএমএই’র সভাপতি সিদ্দিকুর রহমান শ্রমিকদের বেতন নির্ধারণে তাদের প্রয়োজন ও কারখানার সক্ষমতা বিবেচনা করে শ্রমিকদের মজুরি নির্ধানের দাবি জানালে তাকে সমর্থন জানিয়ে বনমন্ত্রী এই আহ্বান জানান। বিজিএমইএ’র সহযোগিতায় ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ও গ্রিন বিজনেস সার্টিফিকেশন ইনকর্পোরেট এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষ ১৩টি গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানাকে সম্মাননা দেয়া হয়। লিড গ্রিন ফ্যাক্টরি এ্যাওয়ার্ড প্রাপ্ত ১৩টি কারখানা হলো- রেমি হোল্ডিংস, তারাসিমা এ্যাপারেলস, প্লামি ফ্যাশনস, ভিনটেজ ডেনিম স্টুডিও, কলামবিয়া ওয়াশিং প্লান্ট, ইকোটেক্স, এসকিউ সেলসিয়াস ইউনিট-২, কানিজ ফ্যাশন, এসকিউ বিরিকিনা, এসকিউ কোলব্লাংক এবং এনভয় টেক্সাইলস লিমিটেড।
×