ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুল্ক গোয়েন্দা ডিজি মইনুল খানের আকস্মিক বদলিতে মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিত: ০৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

শুল্ক গোয়েন্দা ডিজি মইনুল খানের আকস্মিক বদলিতে মিশ্র প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার ॥ চোরাচালানের ভিত কাঁপিয়ে দেয়া শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ও বিশিষ্ট সাহিত্যিক ড. মইনুল খানকে আকস্মিকভাবে বদলি করা হয়েছে। শুল্ক ফাঁকিবাজদের আতঙ্ক হিসেবে খ্যাত এই কর্মকর্তাকে রবিবার শুল্ক প্রশাসনে রদবদলের জেরে শুল্ক গোয়েন্দা থেকে সরিয়ে তাকে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তাকে এমন এক সময় বদলি করা হয়েছে যখন প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শুল্ক ফাঁকি দেয়া মাদক গডফাদারদেরকে চিহ্নিত করার জন্য মাঠে নামার প্রস্তুতি নেয় শুল্ক গোয়েন্দা। এখানে দায়িত্ব পালনকালে কর ফাঁকিবিরোধী নানা অভিযানের কারণে আলোচিত ছিলেন মইনুল খান। তার সময়েই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে ৪৫ মণ অবৈধ সোনা আটক, চট্টগ্রাম বন্দরে পাঁচ হাজার কোটি টাকার কোকেন আটক, স্থলবন্দরগুলোতে অন্যান্য অবৈধ পণ্য আটক হয়। বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল গাড়ি আটকেও প্রধান ভূমিকা রাখেন মইনুল খান। তার আমলেই বিশ্বব্যাংক এবং ইউএনডিপির সাবেক কর্মকর্তাদের শুল্ক ফাঁকি দেয়া গাড়ি আটক এবং তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছিল। এ ছাড়া, আপন জুয়েলার্সে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ মণ সোনা আটকের ঘটনায়ও আলোচিত ছিলেন তিনি।
×