ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

১ মার্চ থেকে ৫ম আন্তর্জাতিক এ্যানিমেশন কার্টুন উৎসব শুরু

প্রকাশিত: ০৪:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

১ মার্চ থেকে ৫ম আন্তর্জাতিক এ্যানিমেশন কার্টুন উৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ শিশুরা সাজাবে নতুন পৃথিবী সেøাগান নিয়ে আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে ৫ম আন্তর্জাতিক এ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ-২০১৭। উৎসবে শুধু ঢাকায় ১টি ভেন্যুতে বাংলাদেশসহ ১৮ দেশের ১১৩ টি শিশুতোষ এ্যানিমেশন কার্টুন প্রদর্শিত করা হবে। বিগত বছরের উৎসবের মতো এবারও ৫ম আন্তর্জাতিক এ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ ২০১৭ শিশু-কিশারদের জন্য উন্মুক্ত থাকবে। রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে আয়োজক সংস্থা চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশ। সহযোগিতায় রয়েছে ইফাদ এ্যাগি। ১ মার্চ থেকে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ৪ মার্চ। সংবাদ সম্মেলনে জানানো হয়ে, এই উৎসবে ঢাকার প্রায় ২০ টি মাধ্যমিক স্কুল, ১২টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১০টি বিশ্ববিদ্যালয়, ১১ টি এনজিও স্কুল, ১২ টি শিশু সংগঠন, ৮টি লোকাল এনজিও এবং ১২টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উৎসবে অংশগ্রহণ করবে। এছাড়া বিভিন্ন স্কুল থেকে আগত ৪০ শিশু প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
×