ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে গৃহবধূর হাত-পা বেঁধে ছ্যাঁকা ॥ স্বামী আটক

প্রকাশিত: ০৪:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

নড়াইলে গৃহবধূর হাত-পা বেঁধে ছ্যাঁকা ॥ স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২৪ ফেব্রুয়ারি ॥ যন্ত্রণায় ছটফট করছে গৃহবধূ মনিরা বেগম। যৌতুকের জন্য গৃহবধূ মনিরা বেগমকে (২৫) আগুনের ছ্যাঁকা দিয়ে শরীর ঝলসে দিয়েছে পাষ- স্বামী। শুক্রবার নড়াইলের কালিয়া পৌর এলাকার বেন্দারচরে রাতভর গৃহবধূকে হাত-পা বেঁধে মুখে আগুনের ছ্যাঁকা দিয়েছে এবং মারধর করেছে তার স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। গুরুতর অসুস্থ গৃহবধূ মনিরাকে প্রথমে কালিয়া এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, প্রায় এক বছর আগে নড়াইলের কালিয়া পৌর এলাকার বেন্দারচরে সাদ্দাম হোসেনের সঙ্গে কালিয়ার কঞ্জুপুর এলাকার মেয়ে মনিরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাদ্দাম বিভিন্ন সময়ে যৌতুকের দাবি করে আসছিল। এ নিয়ে প্রায়ই মনিরাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী। এর জের ধরে শুক্রবার মনিরাকে আগুনের ছ্যাঁকাসহ মারধর করে গুরুতর জখম করে সাদ্দাম। কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, গৃহবধূকে হাত-পা বেঁধে মুখে আগুনের ছ্যাঁকা দেয়া হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মনিরা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে।
×