ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে বিসিসিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

বকেয়া বেতনের  দাবিতে বিসিসিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বকেয়া বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নগর ভবনের হিসাব শাখায় তালা দেয়ার পর এবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত নগর ভবনের সমানে তারা বিক্ষোভ করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় একই দাবিতে বিসিসি’র হিসাব শাখা তালাবদ্ধ করে দেয় কর্মকর্তা ও কর্মচারী। সূত্রমতে, বকেয়া বেতন, ভাতা পরিশোধ না করে ঠিকাদারী বিল পরিশোধের অনুমোদন দিচ্ছিল বিসিসি। এ খবরে শুক্রবার সন্ধ্যায় বিসিসিতে আন্দোলন শুরু করে কর্মচারীরা। তারই ধারাবাহিকতায় রবিবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা জানান, গত ৫ মাস ধরে প্রায় এক হাজার চার শ’ কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে।
×