ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় চার ডাকাত গ্রেফতার ॥ মাল উদ্ধার

প্রকাশিত: ০৪:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

আশুলিয়ায় চার ডাকাত গ্রেফতার ॥ মাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ ফেব্রুয়ারি ॥ আশুলিয়া থানাধীন নলামে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় তাদের কাছ থেকে লুটকৃত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়। রবিবার সকালে সাভারস্থ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- যশোরের কোতোয়ালি থানা এলাকার আলমগীর হোসেন পঁচা, ঝালকাঠির নলসিটি থানার জুরকাঠি গ্রামের সোহেল রানা ওরফে জয়, গোপালগঞ্জের সদর থানা এলাকার মুটক শিকদার ও বাগেরহাটের মোল্লারহাট থানার উদয়পুর গ্রামের মোমিন সরদার। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, ৮ ফেব্রুয়ারি নলামে শামীম এজাজের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় বাড়ির লোকজনকে মারধর করে নগদ ১ লাখ ৫২ হাজার টাকা ও অনুমান ৮০ ভরির স্বর্ণালঙ্কার নিয়ে যায়। লুটকৃত মাল নিয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে স্থানীয় লোকজন মুন্না নামের ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনী দেয় এবং এতে তার মৃত্যু ঘটে। নিহত মুন্নার মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে ডাকাত দলের সর্দার পঁচাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী যশোর, বাগেরহাট ও গোপালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপর ৩জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া, লুটকৃত মালের মধ্যে ১৭ ভরির স্বর্ণালঙ্কার ও ২ লাখ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
×